ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অধ্যাপক আহসান উল্লাহ্ ইসলামী আরবী ভার্সিটির উপাচার্য

প্রকাশিত: ০৭:১৭, ৭ জানুয়ারি ২০১৫

অধ্যাপক আহসান উল্লাহ্ ইসলামী আরবী ভার্সিটির উপাচার্য

চবি সংবাদদাতা ॥ সদ্য প্রতিষ্ঠিত ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামীক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক আহসান উল্লাহ (আহসান সাইয়েদ)। আগামী চার বছরের জন্য সম্প্রতি সরকার তাঁকে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন। আহসান উল্লাহ ১৯৮৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে প্রভাষক পদে যোগ দেন। তিনি ২০০১ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। এর আগে একই বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে যথাক্রমে ১৯৮৪ ও ১৯৮৫ সালে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন তিনি।
×