ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশ অগণতান্ত্রিক শক্তির উত্থান রুখেছে ॥ চবি উপাচার্য

প্রকাশিত: ০৪:৫২, ৮ জানুয়ারি ২০১৫

দেশ অগণতান্ত্রিক শক্তির উত্থান রুখেছে ॥ চবি উপাচার্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে জনগণ অগণতান্ত্রিক শক্তির উত্থান রুখে দিয়েছে। দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা ও দেশকে সার্বিক সঙ্কট থেকে রক্ষার জন্য এ নির্বাচন অপরিহার্য ছিল। গণতন্ত্র রক্ষা দিবসে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় উপাচার্য উপরোক্ত কথাগুলো বলেন। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নজরুল ইসলাম চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, ওয়াসেকা আয়েশা খান এমপি, সংগঠনের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, আবুল কালাম চৌধুরী, এসএম আবুল কালাম, এমএ সাঈদ, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, আওয়ামী লীগ নেতা শাহজাদা মহিউদ্দিন প্রমুখ। মানিকগঞ্জে আজ অর্ধদিবস হরতাল নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ৭ জানুয়ারি ॥ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে মানিকগঞ্জ জেলা শহরে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল ডেকেছে জেলা বিএনপি। বুধবার দুপুরে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের একটি বিক্ষোভ সমাবেশ থেকে এই হরতাল ঘোষণা করেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট মোকসেদুর রহমান। জাবি প্রেসক্লাবের নির্বাচন আজ জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকদের সংগঠন জাবি প্রেসক্লাবের নির্বাচন আজ। এই নির্বাচনে ১১টি পদের বিপরীতে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে। প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে জাহিদ সুলতান লিখন, সাধারণ সম্পাদক পদে মাহিদুল ইসলাম মাহি, সহসভাপতি পদে রিজু মোল্লা, কোষাধ্যাক্ষ পদে দীপঙ্কর দাস, যুগ্ম সম্পাদক পদে তানজিদ বসুনিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।
×