ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সমীরের ফিচারিংয়ে ‘হারিয়েছি মন’

প্রকাশিত: ০৬:৩৪, ৮ জানুয়ারি ২০১৫

সমীরের ফিচারিংয়ে ‘হারিয়েছি মন’

স্টাফ রিপোর্টার ॥ সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী সমীরের ফিচারিংয়ে বাজারে এসেছে মিক্সড এ্যালবাম ‘হারিয়েছি মন’। সমীরসহ এতে কণ্ঠ দিয়েছেন শিল্পী ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, আগুন, জুয়েল, নির্ঝর, কনা, লুৎফর হাসান, সুমিত, প্রকাশ ও মোস্তাফিজুর। ইংরেজী নববর্ষ উপলক্ষে এ্যালবামটি বাজারে এনেছে ঈগল মিউজিক। এ্যালবাম প্রসঙ্গে এসকে সমীর বলেন, গতানুগতিক ধারা থেকে একটু অন্য রকম কিছু মিউজিক এই এ্যালবামে উপহার দেয়ার চেষ্টা করেছি। সামনে আরও কিছু ভাল কাজ নিয়ে দেশের সঙ্গীত শ্রোতাদের সামনে তুলে ধরতে চাই। তিনি বলেন, তার উদ্দেশ্য শুধু শিল্পী হিসেবে নয়, একজন সঙ্গীত পরিচালক হিসেবেও অনেক দূর এগোতে চান তিনি। এ্যালবামে গান রয়েছে মোট ১১টি। এর মধ্যে সাতটি গানের কথা লিখেছেন আতিউর রহমান বুলবুল। এছাড়া দুটি গানের কথা লিখেছেন ফিরোজ কবির ডলার। একটি করে গানের কথা লিখেছেন সাইফ হাসনাত ও আহসান ফাহমিদ সুমিত। সুর করেছেন ফিরোজ কবির ডলার, লুৎফর হাসান ও সুমিত। উল্লেখ্যযোগ্য গানগুলোর শিরোনাম যথাক্রমেÑ হারিয়েছি মন, বাদলের দিনটারে, জোছনার ফুল, আমার মনের একতারাটা, সীমারেখা মেঘ মেঘ রানী, নোনা জলের নদী ইত্যাদি। নান্দনিক সৃষ্টিশীলতার ছোঁয়া রয়েছে এ্যালবামের প্রতিটি গানের কথা, সুর ও সঙ্গীতে। গানগুলো বিভিন্ন এফএম রেডিওতে এখন শ্রোতারা শুনতে পাচ্ছে এবং প্রশংসিত হচ্ছে। সঙ্গীত পরিচালকের নিজস্ব স্টুডিও মিউজিক ল্যাবে এ্যালবামের গানগুলো রেকর্ড করা হয়েছে। সমীরের প্রথম একক এ্যালবাম ‘ঘুম’ ২০০৮ সালে বাজারে আসে। তাঁর দ্বিতীয় একক এ্যালবামের কাজও প্রায় শেষ পর্যায়ে। সমীরের ফিরাচিংয়ে শিল্পী নিশাদের একক এ্যালবাম শিঘ্রই বাজারে আসবে। গোলাম মোস্তফা শিমুলের পরিচালনায় তিনটি চলচিত্রের সঙ্গীত পরিচালনার কাজ করছেন।
×