ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতির সঙ্গে নয়া আইজিপির সাক্ষাত

প্রকাশিত: ০৬:০৫, ৯ জানুয়ারি ২০১৫

রাষ্ট্রপতির সঙ্গে নয়া আইজিপির সাক্ষাত

নবনিযুক্ত মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে আইজিপি বাংলাদেশ পুলিশের কর্মকা- সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানূল করিম সাক্ষাত শেষে বাসসকে এ কথা জানান। আইজিপি হিসেবে নিয়োগ পাওয়ায় শহীদুল হককে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন পুলিশপ্রধান সাফল্যের সঙ্গে তার দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন। একেএম শহীদুল হক দেশের ৩৯তম আইজিপি হিসেবে গত ৩১ ডিসেম্বর নিয়োগ পান। সাক্ষাতকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। সিটি ইউনিভার্সিটি চেয়ারম্যানের সাক্ষাত ॥ বাসস জানায়, সিটি ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিটি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মকবুল হোসেন। সাক্ষাতকালে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র-ছাত্রীদের মানসম্পন্ন শিক্ষাদানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
×