ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাছ শিকার...

প্রকাশিত: ০৪:৩৩, ১০ জানুয়ারি ২০১৫

মাছ শিকার...

শেষ প্রান্তে দাঁড়িয়ে পৌষ। হিমেল হাওয়া আর ঘনকুয়াশার রাজত্ব বড়জোর আরেক মাস। শীতের দৌরাত্মের এ ঋতুতে স্বাভাবিকভাবেই প্রকৃতিতে বিরাজ করে ভিন্ন ধরনের বৈচিত্র্য। খাল-বিলের পানি শুকিয়ে যায় অথবা কমে যায় পানির গভীরতা। আর এসময় মেতে ওঠে মৎস্যপ্রেমী কিছু মানুষ। তারা তাদের আশপাশের পুকুর কিংবা খালের কম পানিতে নেমে মাছ ধরতে মজা পান। ছবির ব্যক্তিটিও আপন মনে মাছ ধরছেন। শুক্রবার বুড়িগঙ্গা বসিলা থেকে ছবিটি তোলেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী ।
×