ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাইবার যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের ॥ স্নোডেন

প্রকাশিত: ০৪:৩৪, ১০ জানুয়ারি ২০১৫

সাইবার যুদ্ধে সবচেয়ে   বেশি ক্ষতি হবে  যুক্তরাষ্ট্রের ॥ স্নোডেন

সাইবার যুদ্ধে পৃথিবীর অন্য দেশের চেয়ে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। মার্কিন চ্যানেল পিবিএসকে দেয়া সাক্ষাতকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। খবর ওয়েবসাইটের। প্রযুক্তি খাতকে মার্কিন অর্থনীতির মেরুদণ্ড হিসেবে অভিহিত করে স্নোডেন বলেন, ইন্টারনেটের কোন ক্ষতি হলে তাতে অন্য দেশের চেয়ে যুক্তরাষ্ট্রই বেশি ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে তিনি সাইবার হামলার সক্ষমতা বাড়ানোর বদলে এ সংক্রান্ত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের পরামর্শ দেন। এছাড়া সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার বদলে সাইবার হামলার সক্ষমতা বাড়াতে ব্যস্ত মার্কিন কর্তৃপক্ষ এবং এনএসএ’র মতো সংস্থাগুলো মূলত দেশটির নিরাপত্তা সাইবার ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে বলে দাবি করেন স্নোডেন। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন গুপ্তচরবৃত্তির অনেক ঘটনা ফাঁস করে দেয়ায় মার্কিন জনগণ সরকারের বিরুদ্ধে ভীষণ ক্ষুব্ধ হয়। পাশাপাশি বিশ্বের বহু দেশের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অবনতি ঘটে। তার ফাঁস করে দেয়া তথ্য থেকে জানা যায়, প্রিজম কর্মসূচীর আওতায় ফেসবুক, গুগল, মাইক্রোসফট, ইয়াহু, ইউটিউব এবং অ্যাপলসহ ইন্টারনেটভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের সার্ভারে সরাসরি ঢুকে তথ্য সংগ্রহ করে এনএসআই ও এফবিআই। মার্কিন সরকারের ১৭ লাখ গোপন কাগজ-পত্র স্নোডেন ফাঁস করে দেন এবং এর বেশিরভাগই সামরিক বিষয়ের।
×