ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শচীন দেববর্মণ সঙ্গীত উৎসব

প্রকাশিত: ০৪:৪০, ১০ জানুয়ারি ২০১৫

শচীন দেববর্মণ সঙ্গীত উৎসব

স্টাফ রিপোর্টার ॥ কালজয়ী সঙ্গীতশিল্পী কুমার শচীন দেববর্মণ স্মরণে ১৩ জানুয়ারি শুরু হচ্ছে দুই দিনব্যাপী সঙ্গীত উৎসব। জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও আইএফআইসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শাহ্ আলম সারওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। স্বাগত বক্তব্য রাখবেন শিল্পী রুপু খান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে শচীন দেববর্মণের গান ও নৃত্য। ১৪ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস এবং বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী ফকির আলমগীর।
×