ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ানডেতে মুখোমুখি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৪:৪৪, ১০ জানুয়ারি ২০১৫

ওয়ানডেতে মুখোমুখি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কান কোচ মারভান আতাপাত্তু আগেই বলেছিলেন, নিউজিল্যান্ড সফরটা তাদের জন্য বিশ্বকাপ প্রস্তুতির মোক্ষম সুযোগ। এমনকি টেস্ট সিরিজেও শিষ্যদের মধ্যে একদিবসীয় ঝাঁঝ দেখতে চেয়েছেন তিনি। ফল আসেনি, ২-০তে হোয়াইটওয়াশ হতে হয়েছে অতিথিদের! এবার সত্যিকারের বিশ্বকাপ প্রস্তুতি, শুরু সাত ওয়ানডের দ্বৈরথ। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় রবিবার ভোর চারটায় (শনিবার দিবাগত রাত) প্রথম পঞ্চাশ ওভারের ম্যাচ দিয়ে মুখোমুখি ক্রিকেটের আকর্ষণীয় দুই শক্তি নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আকর্ষণীয় বটে। একদিকে এশিয়া কাপ, টি২০ বিশ্বকাপজয়ী এ্যাঞ্জেলো ম্যাথুসের লঙ্কা, অন্যদিকে সম্প্রতি চমৎকার ক্রিকেটশৈলী মেলে ধরা বিশ্বকাপের সহ-আয়োজক ব্রেন্ডন ম্যাককুলামের কিউই শিবির। আকর্ষণীয় দ্বৈরথের শুরুতেই দুই আকর্ষণীয় তারকাকে পাচ্ছে না স্বাগতিক নিউজিল্যান্ড। টানা খেলার ধকল কাটিয়ে উঠতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাবেক অধিনায়ক রস টেইলর। কিছুটা হ্যামস্ট্রিং ইনজুরি ও বিশ্রামের জন্য নেই পেস আক্রমণের অন্যতম পুরোধা টিম সাউদি। ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান অবশ্য জানিয়েছেন, সিরিজের শেষদিকে ফিরতে পারেন তারা। আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামের অনুপস্থিতিতে কেন উইলিয়ামসনরা যেভাবে খেলেছেন, তাতে দু-একজনের থাকা নিয়ে মোটেও চিন্তিত নন স্বাগতিক থিঙ্কট্যাঙ্করা। পাকিদের সঙ্গে টেস্ট-টি২০ ড্র করা ছাড়াও ওয়ানডে জিতে চমক দেখায় কিউইরা। সে ধারা অব্যাহত থাকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে।
×