ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের বর্ষসেরা রুনি

প্রকাশিত: ০৪:৪৫, ১০ জানুয়ারি ২০১৫

ইংল্যান্ডের বর্ষসেরা রুনি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ওয়েন রুনি। সেইসঙ্গে সর্বোচ্চ তিনবার এই খেতাব জয়ের অসামান্য এক কীর্তিও গড়লেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ইংলিশ অধিনায়ক। প্রতিবছরই দর্শকদের ভোটের মাধ্যমে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচন করা হয়। তারই ধারাবাহিকতায় ড্যানি ওয়েলব্যাক এবং রাহিম স্টার্লিংকে হারিয়ে এবার সেরা হলেন রুনি। ব্রাজিল বিশ্বকাপে স্টিভেন জেরার্ডের নেতৃত্বে ইংলিশরা খুব বেশিদূর এগোতে পারেনি। বিশ্বকাপ ব্যর্থতার পর স্টিভেন জেরার্ড আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন। তার অবসরের পর ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পান রুনি। গত বছর দেশের হয়ে ১৩ ম্যাচ খেলেন রুনি। এই সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে আটবার বল জড়িয়েছেন তিনি। শুধু জাতীয় দলের জার্সিতেই নয়। ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম শক্তিশালী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও দুর্দান্ত ফর্মে আছেন রুনি। ইংল্যান্ডের বর্ষসেরার তালিকায় রুনির পরেই আছেন আর্সেনালের তারকা ফুটবলার ড্যানি ওয়েলব্যাক। আর তৃতীয় স্থানে আছেন লিভারপুলের তরুণ প্রতিভাবান খেলোয়াড় রাহিম স্টার্লিং। ওয়েন রুনি ২৭ শতাংশ ভোট পেয়ে বর্ষসেরা হয়েছেন। ব্রাজিল বিশ্বকাপে ওয়েন রুনির পারফর্মেন্স ছিল প্রশংসনীয়। গ্রুপ পর্বে শক্তিশালী উরুগুয়ে এবং স্কটল্যান্ডের বিপক্ষেও গোল করেন তিনি। সাবেক ম্যানইউ তারকা ওয়েলব্যাক পেয়েছেন ১১ শতাংশ ভোট। আর স্টারলিং পেয়েছেন সাত শতাংশ ভোট। লিভারপুলের স্টার্লিং গত বছর ক্লাব এবং জাতীয় দলের হয়ে মোট ৫১ ম্যাচে অংশগ্রহণ করেন। এর আগে দু’বার করে বর্ষসেরা হয়েছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও স্টিভেন জেরার্ড। ইংল্যান্ডের অন্যতম তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম ২০০৩ সালে একবারের জন্য বর্ষসেরা হয়েছিলেন। তবে এবার সবাইকে টপকিয়ে তিনবার এই পুরস্কার নিজের করে নিলেন রুনি। এমন অর্জনে নিজেকে গর্বিত বলে মন্তব্য করেছেন এই ইংলিশ অধিনায়ক। সেইসঙ্গে ভোট নিয়ে নির্বাচিত করায় ভক্ত-অনুরাগীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় দলের হয়ে ১০১ ম্যাচে প্রতিনিধিত্ব করা এই তারকা। এ বিষয়ে তিনি বলেন, ‘ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হতে পেরে আমি খুবই খুশি এবং গর্বিত। কারণ এটা নির্বাচিত হয় ভক্তদের ভোটে। তাই আমার কাছে এটা বিশেষ কিছু। আমি সবার কাছেই কৃতজ্ঞ।’
×