ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবরোধ উপেক্ষা

উত্তরের মহাসড়কে যান চলাচল শুরু

প্রকাশিত: ০৪:৪৮, ১০ জানুয়ারি ২০১৫

উত্তরের মহাসড়কে যান চলাচল শুরু

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস॥ বিএনপি-জামায়াতের অবরোধ উপেক্ষা করে বগুড়াসহ উত্তরের মহাসড়ক সচল হয়ে উঠেছে। পণ্যবাহী ট্রাকের পাশাপাশি সীমিত আকারে শুরু হয়েছে বাস চলাচল। চলছে অন্যান্য যানবাহনও। পুলিশ প্রহরায় বগুড়ার ওপর দিয়ে এসব যানবাহন চলাচল করছে। আবার পুলিশ প্রহরার বাইরেও কিছু যানবাহন মহাসড়কে চলাচল করতে দেখা গেছে। ভোগান্তি ও নানা শঙ্কা নিয়ে ট্রাকেই গন্তব্যে যাতায়াত শুরু“ করেছে অনেক সাধারণ মানুষ। অপরদিকে ট্রেনে যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ। অবরোধের দ্বিতীয় দিনের রাত থেকে সীমিতভাবে শুধু পণ্যবাহী ট্রাক চলাচল করছিল। তৃতীয় দিনের পর এ সংখ্যা বেড়ে যায় । বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পুলিশ প্রহরায় শত শত যানবাহন চলাচল শুরু করে। বগুড়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৩ হাজার যানববাহন বগুড়া মহাসড়ক অতিক্রম করে। দিনের বেলাতেও তা অব্যাহত ছিল। এসব যানবাহনের মধ্যে বেশিরভাগই ট্রাক। পণ্যের পাশাপাশি ট্রাকে যাত্রীও ছিল অনেক। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বেড়ে যায় অনেকগুণ। স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, অবরোধ ভেঙ্গে কুড়িগ্রাম জেলার অভ্যন্তরীণ ৯ উপজেলার সাথে এবং ঢাকাসহ অন্যান্য রুটে যাত্রী ও মালবাহী যানবাহন চলাচল শুরু করেছে। শুক্রবার জেলা প্রশাসক এবিএম আজাদের সভাপতিত্বে এক জরুরী সভায় প্রশাসনের বিশেষ নিরাপত্তায় সকল রুটে সকল প্রকার যানবাহন চলাচলের এ সিদ্ধান্ত গৃহীত হয়। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, কুড়িগ্রাম বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল জাকির হোসেন, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আক্তার হোসেন আজাদ, জেলা মটর মালিক গ্রুপের সভাপতি পনির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল সরদার, সাধারণ সম্পাদক আব্দুল করিম মধু, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহাবুদ্দিন, জেলা তথ্য অফিসার নুরন্নবী খন্দকার।
×