ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চলে গেলেন খন্দকার গোলাম কাদের

প্রকাশিত: ০৬:২৮, ১১ জানুয়ারি ২০১৫

চলে গেলেন খন্দকার গোলাম কাদের

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের সবচেয়ে প্রবীন নাট্যকর্মী, বগুড়ার প্রবীণ নাট্য অভিনেতা, নাট্য নির্দেশক খন্দকার গোলাম কাদের আর নেই। তিনি গত শুক্রবার সকালে বগুড়ায় নিজ ভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বগুড়ার এই প্রবীন নাট্যকর্মী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। ৭০ বছরের বেশি সময় ধরে তিনি নাট্য চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একাধারে অভিনেতা ও নির্দেশক। তিনি মঞ্জ নাটকের পাশাপাশি তিনি ঢাকা, রাজশাহী ও রংপুর বেতারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। বগুড়া থিয়েটারের জন্মলগ্ন থেকে শেষ পর্যন্ত এ দলের সঙ্গে যুক্ত ছিলেন। থিয়েটারে তিনি সহ-সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন। এই থিয়েটারের হয়ে তিনি ‘কথা পুন্ড্রবর্ধন’ নাটকে রাজার চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। খন্দকার গোলাম কাদেরের জন্ম ১৯২৩ সালের ২৩ মে বগুড়ার চকলোকমানে। তাঁর নাট্যচর্চা শুরু হয় ১৯৪১ সালে সতীন সেন নির্দেশিত ‘দস্যু’ নাটকে অভিনয়ে মধ্য দিয়ে। এর পর অসংখ্য নাটকে তিনি অভিনয় করেছেন। তিনি ২৫০টি নাটকের প্রায় এক হাজার প্রদর্শনীতে অভিনয় করেছেন। বগুড়া,গাইবান্ধা, দিনাজপুর ও সিরাজগঞ্জে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের হয়ে শতাধিক নাটকে নির্দেশনা দিয়েছেন খন্দকার গোলাম কাদের। শুক্রবার বগুড়ার চকলোকমানে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
×