ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তর কোরিয়ার প্রস্তাব হুমকির শামিল ॥ যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:১৫, ১২ জানুয়ারি ২০১৫

উত্তর কোরিয়ার প্রস্তাব হুমকির শামিল ॥ যুক্তরাষ্ট্র

ভবিষ্যতে পারমাণবিক পরীক্ষা স্থগিতের ব্যাপারে উত্তর কোরিয়ার দেয়া নতুন প্রস্তাবের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া বাতিল করলে উত্তর কোরিয়া ভবিষ্যতে সাময়িকভাবে পারমাণবিক পরীক্ষা স্থগিত করবে শনিবার এমন প্রস্তাবের সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জেন সাকি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে ভারতে যাওয়ার পথে জার্মানির মিউনিখে যাত্রা বিরতিকালে তিনি বলেন, ওয়াশিংটন ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার নিয়মিত সামরিক মহড়ার সঙ্গে উত্তর কোরিয়ার প্রস্তার সঙ্গতিপূর্ণ নয়। উত্তর কোরিয়ার এ প্রস্তাব শনিবার দেশটির বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত হয়। -এএফপি
×