ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদেশে খেলতে গেল হকি দল

প্রকাশিত: ০৫:২৫, ১২ জানুয়ারি ২০১৫

বিদেশে খেলতে গেল হকি দল

স্পোর্টস রিপোর্টার ॥ সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হকি লীগের’ দ্বিতীয় পর্বে অংশ নিতে রবিবার রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। আগামী ১৭-২৫ জানুয়ারি এ আসর অনুষ্ঠিত হবে। তবে সিঙ্গাপুর যাওয়ার আগে প্রথমে মালয়েশিয়াতে নামবে হকি দল। মূল আসরের আগে এখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জিমি-চয়নরা। ১৪ জানুয়ারি সিঙ্গাপুরের উদ্দেশে পাড়ি দেবে হকি দল। অধিনায়ক কৃষ্ণকুমার এবার দ্বিতীয় পর্বে ভাল খেলার প্রত্যয় জানিয়েছেন। এর আগে ওয়ার্ল্ড হকি লীগে কখনই দ্বিতীয় পর্বের গণ্ডি পেরোতে পারেনি বাংলাদেশ। গত সোমবারই ১৮ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন। দীর্ঘসময় খেলার বাইরে থাকা জিমি, রানা ও পিন্টুর ‘ফিটনেস’ নিয়ে দুশ্চিন্তা ছিল নির্বাচক ও কোচদের। তবে এই তিনজনের ফিটনেসে সন্তুষ্ট তারা। ওয়ার্ল্ড হকি লীগের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। এবার দ্বিতীয় রাউন্ড পেরোনোর চ্যালেঞ্জ। মালয়েশিয়াতে আজ অনুর্ধ-২১ দলের বিরুদ্ধে এবং মঙ্গলবার মালয়েশিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৪ জানুয়ারি সিঙ্গাপুর পৌঁছানোর পরদিনই (১৫ জানুয়ারি) ওমান জাতীয় দলের সঙ্গে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। হকি দলের অধিনায়ক কৃষ্ণ কুমার বলেন, ‘প্রস্ততি অনেক ভাল হয়েছে। ৪৫ দিন অনেক কঠিন অনুশীলন করেছি আমরা। ফিটনেসের ওপরই জোর দেয়া হয়েছে। আত্মবিশ্বাসও বেশ ভাল। আমাদের আশা আছে, ওয়ার্ল্ড হকি লীগে আমরা ভাল খেলব।’ ওয়ার্ল্ড হকি লীগে পুল ‘বি’তে বাংলাদেশের সঙ্গে আছে জাপান, পোল্যান্ড এবং মেক্সিকো। এ প্রসঙ্গে কৃষ্ণ বলেন, ‘ফিজি নাম প্রত্যাহার করে নেয়ায় শক্তিশালী মেক্সিকোকে আমাদের গ্রুপে ঠেলে দেয়া হয়। যে কারণে আমাদের গ্রুপটা বেশ কঠিন হয়েছে। তারপরও আমরা ভাল খেলার চেষ্টা করব।’ অধিনায়ক হিসেবে প্রথম মিশনে দারুণ কিছু করতে চান কৃষ্ণ।
×