ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সহজ জয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন চেলসির

প্রকাশিত: ০৫:২৫, ১২ জানুয়ারি ২০১৫

সহজ জয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন চেলসির

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে দুর্দান্ত গতিতে ছুটছিল ম্যানচেস্টার সিটি। তবে শনিবার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের রুখে দেয় এভারটন। গোডিসন পার্কে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। তবে ম্যানচেস্টার সিটি ড্র করলেও দারুণ জয় পেয়েছে চেলসি। অস্কার এবং দিয়েগো কোস্তার গোলে জোশে মরিনহোর শিষ্যরা ২-০ ব্যবধানে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। সেইসঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাকে আরও সুসংহত করল চেলসি। লিভারপুল কষ্টার্জিত জয়ের দেখা পেয়েছে সান্ডারল্যান্ডের বিপক্ষে। শনিবার এভারটনের মাঠ গোডিসন পার্কে খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি। আর স্বাগতিকদের বিপক্ষে প্রথমেই এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। এদিন প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। যে কারণে গোলশূন্য থেকেই বিরতিতে যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে সিটিকে গোল করে এগিয়ে দেন ফার্নানদিনহো। তবে স্বাগতিকদের মাঠে এগিয়ে থাকার উচ্ছ্বাসটা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। প্রথম গোলের মাত্র চার মিনিট পরই দুর্দান্ত হেডে গোল করে এভারটনকে সমতায় ফেরান স্কটিশ ফরোয়ার্ড স্টিভেন নাইসমিথ। এরপর এগিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে সিটি। কিন্তু আর কোন দল গোলের দেখা না পেলে ড্রয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে দুই দল। তবে এভারটনের বিপক্ষে ম্যাচের পারফর্মেন্সে সন্তুষ্ট হতে পারেননি ম্যানচেস্টার সিটির কোচ। এ বিষয়ে তিনি বলেন, ‘ম্যাচের প্রথমার্ধে আমরা সুস্পষ্টভাবেই এগিয়ে যেতে পারতাম। কিন্তু পারিনি। দ্বিতীয়ার্ধে এভারটন নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। সুযোগ আসে ড্রয়ের এবং শেষ পর্যন্ত তাই করল তারা। তবে এভারটনের মতো দলের বিপক্ষে ড্র করাটাও কম গুরুত্বপূর্ণ নয়।’ এই ম্যাচেই চোট কাটিয়ে দলে ফিরেছেন ম্যানসিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও এ্যাগুয়েরো। আর ড্র করা ম্যাচে এটাকেও প্রাপ্তি হিসেবে দেখছেন সাবেক মালাগার এই কোচ। এ বিষয়ে পেলেগ্রিনি বলেন, ‘এটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সার্জিও এ্যাগুয়েরো ফিরেছে। মৌসুমের দ্বিতীয়ার্ধে এ্যাগুয়েরো এবং জেকোর মতো খেলোয়াড়দের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।’ গত মৌসুমে নিজেদের মেলে ধরতে না পারলেও এবার শুরু থেকেই সতর্ক চেলসির অভিজ্ঞ কোচ জোশে মরিনহো। আর শনিবার আত্মবিশ্বাস নিয়েই খেলতে নেমেছিল তারা এবং জয়ও পেয়েছে দুর্দান্ত। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসি ২-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। গোল দুটি আসে দুই অর্ধে। প্রথমার্ধের ৪৩ মিনিটে অস্কার গোল করে দলকে এগিয়ে দেন। এর ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায়। আর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন দিয়েগো কোস্তা। এই জয়ের ফলে নিজেদের মাঠে প্রিমিয়ার লীগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে জোশে মরিনহোর শিষ্যরা। ম্যাচ শেষে চেলসির সহকারী কোচ স্টিভ হল্যান্ড বলেন, ‘আপনি সবসময়ই চাইবেন ভাল খেলা উপহার দেয়া। কিন্তু সেটা আর সবসময় সম্ভব হয় না।’ দিনের অন্য ম্যাচে শক্তিশালী লিভারপুল ১-০ ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে সান্ডারল্যান্ডের বিপক্ষে। প্রতিপক্ষের বিপক্ষে একমাত্র গোলটি করেন লাজার মার্কোভিচ। ম্যাচের ৮ মিনিটেই তার করা গোলে এগিয়ে যায় অলরেডরা। এর ফলে আর কোন গোলই করতে পারেননি দুই দল। তবে সান্ডারল্যান্ডের বিপক্ষে জয়ের পর পূর্ণ তিন পয়েন্ট লাভ করায় সন্তুষ্ট প্রকাশ করেছেন লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্স। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস এখন বাড়ছে। এটা এমন একটা দল যারা ভাল করতে মরিয়া। এই দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। কিন্তু তারা সকলেই খুব ভাল করছে।’ তবে এদিন চমক দেখিয়েছে ক্রিস্টাল প্যালেস। যারা ২-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পারকে। এছাড়া দিনের অন্য ম্যাচে বার্নলি ২-১ গোলে জিতেছে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে। লিচেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে এ্যাস্টন ভিল্লাকে। সমান ব্যবধানে ওয়েস্টব্রুমউইচ হারিয়েছে হাল সিটিকে। আর সোয়ানসি সিটি এবং ওয়েস্টহ্যাম ইউনাইটেডের ম্যাচ ১-১ ব্যবধানে ড্র হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লীগে ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে অবস্থান করছে লিভারপুল। সমান সংখ্যক ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান চেলসির। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির দখলে ৪৭ পয়েন্ট। তৃতীয় এবং চতুর্থ স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার।
×