ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ॥ সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:৩০, ১২ জানুয়ারি ২০১৫

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ॥ সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১১ জানুয়ারি ॥ লক্ষ্মীপুর সম্মেলনের ২ মাস পর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিত আশরাফুল আলমের কর্মী সমর্থকরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে। রবিবার দুপুর প্রায় ২টার দিকে শহরের দলীয় কার্যালয়ে এ আগুন দেয়া হয়। এর আগে দুপুর ১টার দিকে সাধারণ সম্পাদক প্রার্থী আশরাফুল আলমের সমর্থিত কর্মীরা সশস্ত্র মহড়া নিয়ে লক্ষ্মীপুর সরকারী কলেজে তালা দেয়। এ সময়ে তারা লক্ষ্মীপুর-বেগমগঞ্জ-ঢাকা মহাসড়কের মাদাম এলাকায় সড়ক অবরোধ করে। শহরে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ খবরটি লক্ষ্মীপুরে পৌঁছার পর থেকে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নবগঠিত জেলা ছাত্রলীগ কমিটিতে চৌধুরী মাহমুদ নবী সোহেলকে সভাপতি, আশরাফুল আলমকে সহ-সভাপতি, রাকিব হোসেন লোটাসকে সাধারণ সম্পাদক, শাহাদাত হোসেন শরিফকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মামুনুর রশিদকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এ কমিটি গঠনের জের ধরে, সাধারণ সম্পাদক প্রার্থী আশরাফুল আলমের নেতৃত্বে তার গ্রুপ লক্ষ্মীপুর শহরে সশস্ত্র মহড়া দেয়। লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে তালা দেয়। পরে মাদাম এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়ে ওই এলাকায় গাছের গুঁড়িসহ অন্যান্য জিনিস ফেলে সড়ক অবরোধ করে কমিটি বাতিলের দাবি জানায়। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহিমের আশরাফ গ্রুপকে দায়ী করেছেন।
×