ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেনসিডিল, ইয়াবা মদ-গাঁজা উদ্ধার গ্রেফতার ৭

প্রকাশিত: ০৬:২৭, ১৩ জানুয়ারি ২০১৫

ফেনসিডিল, ইয়াবা মদ-গাঁজা উদ্ধার গ্রেফতার ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ লক্ষ্মীপুরে ইয়াবাসহ দুই বিক্রেতা, ফরিদপুরে গাঁজা, মদ ও ফেনসিডিলসহ দুই বিক্রেতা, পঞ্চগড়ে মাদকসহ তিন যুবক গ্রেফতার ও দামুড়হুদায় ফেনসিডিল উদ্ধার হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। লক্ষ্মীপুর ॥ আলাউদ্দিন ও সুজন নামে দুই ইয়াবা বিক্রেতাকে পুলিশ আটক করেছে। সোমবার দুপুরে সদর উপজেলার পশ্চিম জামিরতলী থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা নেশা জাতীয় বড়ি ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ফরিদপুর ॥ শহরের স্টেশন বাজার ও পূর্বখাবাসপুর থেকে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩ লিটার বাংলামদ ও ৫০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে পৃথক ২টি অভিযানে গ্রেফতার হওয়া ওই ২ ব্যক্তির মধ্যে ১ জনকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদ- দেয়। গ্রেফতার হওয়া ওই ২ ব্যক্তির নাম জিপু ম-ল (৫২) ও সজিব মোল্যা (৩০)। পঞ্চগড় ॥ তেঁতুলিয়ায় মাদকসহ তিন যুবককে আটক করেছে বিজিবি। সোমবার সকালে তেঁতুলিয়ার গোয়ালগছ বিওপির বিজিবি টহলদল এক বোতল ভারতীয় মদ, ৩টি মোবাইল ফোন সেটসহ ওই তিন যুবককে আটক করে। আটককৃতরা হলো- রিপন হোসেন (২৭), নওশের হোসেন (২৫) ও জাকির হোসেন (২১)। দামুড়হুদা ॥ উপজেলার মুন্সীপুর সীমান্ত থেকে সোমবার ভোরে ১৪৫ বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি। জেলেদের মাঝে কার্ড বিতরণ নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১২ জানুয়ারি ॥ জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ৬শ’ ৩৭ জেলের পরিচয়পত্র প্রদান করা হয়। সোমবার সকাল ১০টায় বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাধ্যমে মৎস্য বিভাগ এ পরিচয় পত্র প্রদান করেন। পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে ঢলুয়া ইউপি চেয়ারম্যান আজিজুল হক স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আব্বাস হোসেন মন্টু মোল্লা। গোপালগঞ্জে ডিজিটাল মেলা নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১২ জানুয়ারি ॥ মঙ্গলবার থেকে গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ মেলাসহ জেলায় ডিজিটালাইজেশনের অগ্রগতি ও বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে গণমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ মেলা শেষ হবে বৃহস্পতিবার।
×