ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নড়াইলে সংঘর্ষে আ’লীগের তিন কর্মী-সমর্থক আহত

প্রকাশিত: ০৬:৩২, ১৩ জানুয়ারি ২০১৫

নড়াইলে সংঘর্ষে আ’লীগের তিন কর্মী-সমর্থক আহত

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ১২ জানুয়ারি ॥ নড়াইলের কালিয়ায় আলাদা সংঘর্ষে আওয়ামী লীগের তিন কর্মী-সমর্থক আহত হয়েছেন। সোমবার দুপুরে কালিয়ার ইলিয়াছাবাদ ইউনিয়নের বিলধুড়িয়া বাজারে এবং কালিয়া ডাকবাংলো চত্বরে দু’টি সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা জানান, কালিয়া ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত কালিয়া উপজেলা আ’লীগের সম্মেলনে আসার পথে ইলিয়াছাবাদ ইউনিয়নের বিলধুড়িয়া বাজারে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এ ঘটনায় আ’লীগ কর্মী হাসান মলিক ও আলী তারেক আহত হন। স্থানীয় চেয়ারম্যান সমর্থিত লোকজন তাদের ওপর হামলা করেছে বলে অভিযোগ রয়েছে। এদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থল কালিয়া ডাকবাংলো চত্বরে নাসির মোল্যাকে পিটিয়ে আহত করা হয়েছে। নাসিরের বাড়ি কালিয়ার মাধবপাশা গ্রামে। গোপালগঞ্জে তারেকের বিরুদ্ধে আরও এক গ্রেফতারি পরোয়ানা নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১২ জানুয়ারি ॥ বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র সহসভাপতি তারেক রহমানের বিরুদ্ধে গোপালগঞ্জে আরও একটি মামলা দায়ের হয়েছে। মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেবদাস চন্দ্র অধিকারী। সোমবার বেলা ১২টার দিকে গোপালগঞ্জের মুকসদুপুর উপজেলার খান্দাপাড় গ্রামের লাভলু শেখ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান। এ নিয়ে গোপালগঞ্জে মোট পাঁচটি মামলা দায়ের হলো। অস্ত্র তৈরির সরঞ্জামসহ দাউদকান্দিতে শিবির নেতা আটক নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১২ জানুয়ারি ॥ অস্ত্র তৈরির সরঞ্জামাদি, জিহাদী বই এবং শিবিরের সদস্য সংগ্রহ ফরমসহ সোমবার বিকেলে দাউদকান্দি উপজেলার শিবিরের সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত শিবিরের নেতা মোঃ মহিউদ্দিন কুমিল্লার চান্দিনা উপজেলার মহাদেবপুর গ্রামের মনিরুল ইসলাম ওরফে মালু মিয়ার ছেলে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, গোপন সংবাদেরর ভিত্তিতে উপজেলার ইলিয়টগঞ্জ মোবারকপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে শিবিরের উপজেলা সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করা হয়।
×