ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অভ্যুত্থান চেষ্টার অভিযোগ অস্বীকার করলেন রাজাপাকসে

প্রকাশিত: ০৩:৪২, ১৪ জানুয়ারি ২০১৫

অভ্যুত্থান চেষ্টার অভিযোগ অস্বীকার করলেন রাজাপাকসে

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে মঙ্গলবার তাঁর বিরুদ্ধে সরকারের আনা অভিযোগ অস্বীকার করেছেন। গত বৃহস্পতিবারের নির্বাচনে তাঁর পরাজয়ের বিষয়টি পরিষ্কার হয়ে গেলে রাজাপাকসে ক্ষমতায় থাকার জন্য সেনা অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। খবর এএফপির। নির্বাচনের পর প্রথম প্রতিক্রিয়ায় রাজাপাকসে টুইটারে বলেছেন, তিনি জনগণের রায় মেনে নিয়েছেন। গত শুক্রবার নির্বাচনের ফল ঘোষণার পর রাজাপাকসে যখন পরাজয় মেনে নেন, তাঁর কিছুক্ষণ আগেও তিনি এতে হস্তক্ষেপ করার জন্য দেশের সেনা ও পুলিশ বাহিনীর প্রধানকে চাপ দেয়া হয়েছিল বলে নতুন প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার শীর্ষ সহযোগীরা অভিযোগ করেছেন। তবে রাজাপাকসে টুইটারে লিখেছেন, নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে সামরিক বাহিনী ব্যবহার করার প্রচেষ্টার সম্ভাব্য সব রিপোর্ট আমি প্রত্যাখ্যান করছি। চূড়ান্ত ফলাফল প্রকাশের অনেক আগেই আমি তা মেনে নিয়েছি এবং নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছি। ৬৯ বছর বয়সী এ নেতা ২০০৫ সালে প্রথম মেয়াদে এবং ২০১০ সালে দ্বিতীয় মেয়াদে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি এবার তৃতীয় মেয়াদে লড়ছিলেন। তিনি টুইটারে আরও লিখেছেন, তিনি সবসময়ই জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। সিরিসেনার নতুন প্রশাসন বলেছে, নতুন সরকার প্রথম যে বিষয়টির তদন্ত করবে, সেটি হলো প্রেসিডেন্ট রাজাপাকসের এই সেনা-অভ্যুত্থান ও যড়যন্ত্রের চেষ্টা। দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলা সামারাবিরা বলেছেন, লোকে মনে করছে, শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদল হয়েছে। তবে আসলে বিষয়টি তা নয়। যখন সেনাপ্রধান ও পুলিশের মহাপরিদর্শক সঙ্গে থাকতে অপারগতা প্রকাশ করেন, তখন রাজাপাকসে পদত্যাগ করেন। তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।
×