ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৈরি হয়েছে হোটেল দোকানপাট

ডিএনডি খাল দখল করে গড়ে উঠেছে স্থাপনা

প্রকাশিত: ০৩:৫৬, ১৪ জানুয়ারি ২০১৫

ডিএনডি খাল দখল করে গড়ে উঠেছে স্থাপনা

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, ১৩ জানুয়ারি ॥ ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের দু’ পাশে অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাট ও নানা ধরনের স্থাপনা। দিন দিন এ খালের উভয় পাশে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণ অব্যাহত রয়েছে। অভিযোগ রয়েছে, পাউবো কর্তৃপক্ষ ৪/৫ বছর পর পর উচ্ছেদ অভিযান চালাচ্ছে। কিন্তু কোন কাজেই আসছে না। জানা যায়, ঢাকার ডেমরা থানার সারুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল বার্মাস্ট্যান্ড পর্যন্ত ৫/৬ কিলোমিটার দীর্ঘ ডিএনডি’র নিষ্কাশন খাল রয়েছে। কিন্তু ডিএনডি’র খালের উপর হোটেলসহ বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে। হোটেলসহ বিভিন্ন দোকানপাটের ময়লা-আবর্জনা ডিএনডি’র পানির সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। ডিএনডি খালের উপর এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দোকানপাট তৈরি করে পরিবেশ নষ্ট করে ফেলেছে। বিশেষ করে শিমরাইল এলাকায় খালের উপর অসংখ্য দোকানপাট গড়ে উঠেছে। সারুলিয়া বাজার, রানীমহল, শিমরাইল, হিরাঝিল, সিআইখোলা, সিদ্ধিরগঞ্জপুল, কদমতলীপুল ও ভাঙ্গারীপুল এলাকায় বিভিন্ন ধরনের অবৈধ দোকানপাট ও নানা ধরনের স্থাপনা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। দিন দিন অবৈধ দখলদাররা ডিএনডি খাল দখলে মরিয়য়া হয়ে উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেন, বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের লোকজনই বেশি দখল করে দোকানপাট উঠিয়েছে। এতে দিন দিন ডিএনডি খালের সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। কর্ম কমিশন সচিবালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২২-২৪ জানুয়ারি ২০১৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য সার্কভুক্ত দেশসমূহের পাবলিক সার্ভিস কমিশন/সিভিল সার্ভিস কমিশন প্রধানদের ৪র্থ সম্মেলন উপলক্ষে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ে বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগারগাঁওর পিএসসি কার্যালয়ে ১৬ জানুয়ারি, ২০১৫ তারিখ সকাল ৯-৩০ ঘটিকায় অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী। ৮ হতে ১৬ বছর বয়সী প্রতিযোগীদের জন্য উক্ত তারিখের প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে সার্কভুক্ত দেশসমূহের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতি। ১৬ হতে ২৬ বছর বয়সী প্রতিযোগীদের জন্য ছবির বিষয় নির্ধারণ করা হয়েছে সার্ক দেশসমূহের উন্নয়নে যোগ্য কর্মী বাহিনী নির্বাচনে পারস্পরিক সহযোগিতাই আমাদের অঙ্গীকার এবং ছবি পাঠানোর শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০১৫ বিকাল ৫.০০টা। -বিজ্ঞপ্তি।
×