ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গ্রাম পুলিশের প্রশিক্ষণ

প্রকাশিত: ০৪:০০, ১৪ জানুয়ারি ২০১৫

গ্রাম পুলিশের প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ১৩ জানুয়ারি ॥ জেলার দুর্গাপুরে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ৩ দিনব্যাপী উপজেলার সকল গ্রাম পুলিশকে নিয়ে প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে মঙ্গলবার। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে ‘আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিনে উক্ত বিষয়ের উপর আলোচনা করেন। বিরল প্রজাতির গুইসাপ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৩ জানুয়ারি ॥ বাউফলের কালাইয়া গ্রাম থেকে প্রায় ১০ ফুট লম্বা ও ৫০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির গুইসাপ আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে ৪ যুবক এ গুইসাপটি আটক করে। জানা গেছে, গুইসাপটি কয়েকদিন ধরে এলাকার বিভিন্ন বাড়িতে হানা দিয়ে হাঁস-মোরগ ও ছাগলের বাচ্চা খেয়ে ফেলত। স্থানীয়রা গুইসাপটি আটকের জন্য ব্যাপক চেষ্টাও করে ব্যর্থ হয়। ডিজিটাল উদ্ভাবনী মেলা নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৩ জানুয়ারি ॥ জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী জানান, ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হবে পরিবেশ ও বনমন্ত্রী মোঃ আনোয়ার হোসেন মঞ্জু মেলার উদ্বোধন করবেন। বিষ্ণুমূর্তি উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৩ জানুয়ারি ॥ সোমবার দিনগত রাত ১০টার দিকে নওগাঁর পোরশায় ৮০ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বিজিবি। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পত্নীতলা বিজিবি ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান জানান, পোরশা উপজেলার পার্বতীপুর বাজার এলাকায় একটি মূল্যবার মূর্তি পাচারের উদ্দেশে আনা হয়েছে, ঠিক এমন একটি তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে সেখানে এক অভিযান চালানো হয়।
×