ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খাদ্য নিরাপত্তা ও পুষ্টি কর্মসূচীতে সহায়তা

প্রকাশিত: ০৪:৩৮, ১৫ জানুয়ারি ২০১৫

খাদ্য নিরাপত্তা ও পুষ্টি কর্মসূচীতে সহায়তা

অর্থনৈতিক রিপোর্টার ॥ খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়ন কর্মসূচীতে সহায়তা দিচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও। এ জন্য সংস্থাটি দিচ্ছে ১৬০ কোটি টাকা। মিটিং দ্য আন্ডার নিউট্রিশন চ্যালেঞ্জ (মার্স) শীর্ষক কর্মসূচীর জন্য এ অর্থ ব্যয় করা হবে। এ লক্ষ্যে সরকার ও এফএও এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং সংস্থাটির পক্ষে রিপ্রেজেনটেটিভ মাইক রবসন স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর শেষে জানানো হয়, দেশের জাতীয় স্বাস্থ্য সম্পদ ও পুষ্টি কাঠামোসংক্রান্ত নীতি কাঠামো, আন্তঃখাত ও খাতভিত্তিক বিনিয়োগ পরিকল্পনা ও খাদ্য নিরাপত্তা এবং পুষ্টিবিষয়ক কর্মসূচী প্রণয়নের জন্য সরকার ও অংশীগণের সক্ষমতা জোরদার করণে এ অর্থ ব্যয় করা হবে। সোনার দাম আরও কমছে অর্থনৈতিক রিপোর্টার ॥ সোনার দাম আরেক দফা কমতে পারে। খুব শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। সংগঠনটির সভাপতি কাজী সিরাজুল ইসলাম জানিয়েছেন, সোনার দাম কমানো হচ্ছে। তবে ভরিপ্রতি কত টাকা কমবে এ বিষয়ে তিনি কিছু জানাননি। সর্বশেষ ২০১৪ সালের ৬ নবেম্বর আন্তর্জাতিক বাজারে সোনার দর কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়। বাজুস থেকে প্রতি ভরি ভাল মানের সোনার দর ১ হাজার ২০১ টাকা কমিয়ে ৪৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়। এর আগে গত ১৫ অক্টোবর প্রতি ভরি ভাল মানের সোনার দর ১ হাজার ৪০০ টাকা কমানো হয়েছিল। অন্যান্য মানের সোনার দামও তখন একই হারে কমানো হয়েছিল। তারও আগে ২৫ সেপ্টেম্বর প্রতি ভরি ভাল মানের সোনার দাম ১ হাজার ২২৫ টাকা কমিয়ে ৪৭ হাজার ১৮১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
×