ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হরতালের দিনে সূচক বাড়ল

প্রকাশিত: ০২:৫৬, ১৬ জানুয়ারি ২০১৫

হরতালের দিনে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালে দেশের পুুঁজিবাজারে সূচকের উর্ধগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেশিরভাগ কোম্পানির দরপতনের দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন কিছুটা কমার দিনে সার্বিক সূচকটি কিছুটা বাড়লেও অন্যান্য সূচকের সামান্য পতন ঘটেছে। বৃহস্পতিবারেও প্রধান বাজারে বস্ত্র খাতের কোম্পানিগুলোর প্রাধান্য দেখা গেছে। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের মিশ্রভাব দেখা গেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের সামান্য উর্ধগতি দিয়ে লেনদেন শুরুর পর বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর সার্বিক সূচকটি আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৯৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার দর। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩১ কোটি ৭ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার ডিএসইর লেনদেনের প্রথম-২০তে থাকা কোম্পানিগুলোর মোট ১২৪ কোটি ৪৩ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৩৭.৫৮ শতাংশ। এ দিন ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের। দিনভর এ কোম্পানির ৩২ লাখ ১৮ হাজার ৪৮৫টি শেয়ার ১৭ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকায় লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৫.২৯ শতাংশ। এ ছাড়া আইডিএলসির ৯ কোটি ৬০ লাখ, সাইফ পাওয়ারটেকের ৮ কোটি ৭৩ লাখ, তিতাস গ্যাসের ৬ কোটি ৮৫ লাখ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৬ কোটি ৩৮ লাখ, গ্রামীণফোনের ৬ কোটি, ডেসকোর ৫ কোটি ৯১ লাখ, এনভয় টেক্সটাইলের ৫ কোটি ৮৪ লাখ, স্কয়ার ফার্মার ৫ কোটি ৬২ লাখ এবং অগ্নি সিস্টেমসের ৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ওয়াটা কেমিক্যাল, মেট্রো স্পিনিং, সিভিও পেট্রো কেমিক্যাল, ইস্টার্ন লুব্রিক্যান্টস, ফার্মা এইড, বাটা স্যু, জেএমআই সিরিঞ্জ, সাইফ পাওয়ার টেক, মোজাফফর হোসেন স্পিনিং ও আলহাজ টেক্সটাইল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : জিল বাংলা সুগার মিল, অলটেক্স, শাহজিবাজার পাওয়ার, আইসিবি এমসিএল২য়, ফু-ওয়াং সিরামিক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এবিবি ১ম মিউচ্যুয়াল ফান্ড, প্রিমিয়ার লিজিং ও গোল্ডেন হার্ভেস্ট। দিনশেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১২২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির। সেখানে লেনদেন হয়েছে ২২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ২৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বৃহস্পতিবার সিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ৫ লাখ টাকা। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : অলটেক্স, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বেক্সিমকো, সাইফ পাওয়ার টেক, এ্যাপোলো ইস্পাত, ম্যাকসন স্পিনিং, আরএন স্পিনিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
×