ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামালপুরে তিন হাজার ৭৪০টি পরিত্যক্ত গুলি উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৩, ১৬ জানুয়ারি ২০১৫

জামালপুরে তিন হাজার ৭৪০টি পরিত্যক্ত গুলি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৫ জানুয়ারি ॥ জেলার দেওয়ানগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রাইফেলের ৩ হাজার ৭৪০ পিস গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর এলাকা থেকে এসব গুলি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, পাথরের চর গ্রামের পল্লী চিকিৎসক মামুন মিয়া একটি নতুন বাড়ি নির্মাণ করছিলেন। নির্মাণ শ্রমিকরা মাটি খোঁড়ার সময় মাটির নিচে গুলি দেখতে পেয়ে পাথরের চর বিজিবির (বিওপি) সদস্যদের সংবাদ দেয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা এসে মাটির নিচ থেকে এসব গুলি উদ্ধার করে। জামালপুর বিজিবি কমান্ডার লেঃ কর্নেল তারিক কবির বলেন, পাথরের চর বিজিবি বিওপির পাশ থেকে ৩ হাজার ৭৪০ পিস গুলি উদ্ধার করা হয়। স্বাধীনতাযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীরা এসব গুলি ব্যবহার করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এলাকার আশপাশে আরও কোথাও গুলির ভা-ার রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
×