ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বার্সিলোনায় মেসির ভবিষ্যত অনিশ্চিত!

প্রকাশিত: ০৫:৫৯, ১৬ জানুয়ারি ২০১৫

বার্সিলোনায় মেসির ভবিষ্যত অনিশ্চিত!

স্পোর্টস রিপোর্টার ॥ ‘যা রটে তা কিছুটা ঘটে, আর যা ঘটে তা কিছু না কিছু রটে’Ñ তাহলে কি লিওনেল মেসি সত্যিই প্রাণের ক্লাব বার্সিলোনা ছাড়ছেন? শুরুর প্রবাদ বাক্যটির মতোই অবস্থা এখন আর্জেন্টাইন অধিনায়কের। গত কয়েক মাস ধরেই গুঞ্জনÑ ন্যুক্যাম্প ছাড়ছেন মেসি। মাঝখানে বিষয়টি নিয়ে ডামাডোল থামলেও গত ক’দিনে আবারও আলোচনা আর গুঞ্জনের ডালপালা বেড়েছে। ফিফা ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে মেসিই বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না।’ অথচ জুরিখে ব্যালন ডি’অর গালায় এসে সেই মেসিই বললেন, ‘বলা যায় না কি হয়, হয়ত নিজ দেশের ক্লাব নিউয়েলস বয়েসেই ফিরে যেতে পারি।’ ব্রাজিল বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের মুখ থেকে ফের এমন বক্তব্য শোনার পর আবারও গুঞ্জন শুরু হয়েছে, তাহলে আর বুঝি মেসিকে আটকে রাখা যাচ্ছে না। এমন সময়েই কি না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুুইস ভ্যান গাল জানিয়েছেন, তারা মেসিকে যে কোন মূল্যে কিনতে প্রস্তুত। এমন টালমাটাল অবস্থার মধ্যে বার্সিলোনা কোচ লুইস এনরিকে বলেছেন, তারা যে কোন মূল্যে মেসিকে ধরে রাখতে প্রস্তুত। অথচ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসির দল ছাড়ার যে গুঞ্জন তার মূল হোতাই নাকি এই এনরিকে। তিনি নাকি কিছুতেই সহ্য করতে পারছেন না রেকর্ড টানা চারবারের ফিফা সেরা ফুটবলারকে! এখন এনরিকে যা বলছেন তা নাকি লোক দেখানো। এমন মনে করেন স্টোক সিটির স্প্যানিশ ফুটবলার বোয়ান কারকিচ। তার মতে, আমি আগেও দেখেছি এনরিকে ড্রেসিংরুমে ফুটবলারদের সঙ্গে ঠিকমতো মানিয়ে নিতে পারেন না। আমার মনে হয়, ন্যুক্যাম্পেও তাই হচ্ছে। যা হচ্ছে তার জন্য দায়ী এনরিকেই। কোচ ভ্যান গাল মনে করেন, ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবগুলোর মধ্যে শুধু ম্যানইউই পারে লিওনেল মেসিকে কিনতে। কিন্তু চলমান মৌসুমে ফিফার ফাইন্যান্সিয়াল আইনের কারণে আমরা এগোতে পারিনি। দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাতকারে ডাচ্ কোচ বলেন, মেসিকে পেতে হলে রিলিজ ক্লজ হিসেবে ২৫০ মিলিয়ন ইউরো দিতে হবে। এ অর্থ দেয়াটা ম্যানইউর জন্য কোন সমস্যা নয়। ম্যানইউ সবসময় সেরা ফুটবলারদের দলে পেতে চাই। পরের মৌসুমে মেসি ক্লাব ছাড়লে ইংলিশ ক্লাবের মধ্যে ম্যানইউই তাকে দলে আনার ক্ষমতা রাখে। রেড ডেভিলস কোচ বলেন, আমাদের ট্রান্সফার বাজেটের কোন সীমা নেই। ভাল ফুটবলার দলে আনতে হলে অর্থের চিন্তা করাটা হবে বোকামি। বিশ্বসেরা ফুটবলারদের দলে আনতে ইউনাইটেডের অর্থের কোন অভাব হবে না। ম্যানইউর নির্বাহী ভাইস চেয়ারম্যান স্টিভ হল্যান্ড জানিয়েছেন, আসছে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে আরও তারকা ফুটবলার দলে ভেড়াতে চান ভ্যান গাল। মেসিকে টার্গেট সে আলামতই বহন করছে। এমন তথৈবচ অবস্থার মধ্যে বার্সা কোচ লুইস এনরিকে বলছেন, তিনি নাকি মেসির বার্সিলোনা ছাড়া কথা ভাবতেই পারছেন না। তিনি চান তারকা এই ফুটবলার আরও অনেক বছর ন্যুক্যাম্পে থাকুক। বৃহস্পতিবার সাক্ষাতকারে এনরিকে বলেন, মেসিকে ছাড়া দল আমরা চিন্তাই করি না। মেসির ঝামেলা চলছে বলে গুঞ্জন উঠেছে, সেই এনরিকে দৃঢ়ভাবে তার অবস্থান জানিয়ে দিয়ে বলেন, আমরা সবাই মনে করি, মেসি আগামী কিছু বছর বার্সিলোনাতেই থাকবে এবং সব সমর্থকও এটাই চায়। বার্সিলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০১৯ সালের গ্রীষ্ম পর্যন্ত। সংবাদমাধ্যমের খবর দেখে মানুষ যেটা ভাবছে, বার্সিলোনার ড্রেসিংরুমের অবস্থা সে রকম নয় বলে জানান এনরিকে। তার মতে বার্সার ড্রেসিংরুম ঐক্যবদ্ধই আছে। তিনি বলেন, ড্রেসিংরুম ঐক্যবদ্ধ। আমরা বিতর্কের বাইরে আছি। আমরা সর্বোচ্চ সেরা পরিবেশটা খুঁজে বেড়াচ্ছি। এনরিকে যাই বলুন না কেন, শেষ পর্যন্ত কি হয় সেটা কিন্তু বলা মুশকিল। ব্যালন ডি’অর অনুষ্ঠানে মেসির ওই কথার কারণে আবারও সবার কানঘুষা। আর্জেন্টাইন অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, ক্যারিয়ারটা কী বার্সিলোনাতে শেষ করবেন, নাকি নিজের শহর রোজারিওর ক্লাব নিউয়েলস বয়েসে ফিরে যাবেন। জবাবে মেসি বলেন, আমি নিশ্চিত নই, কী ঘটতে যাচ্ছে। আমি আবার নিউয়েলসেই ফিরে যাব কিনা। আমি জানি না আগামী বছর কোথায় খেলব! হয়ত আমি আর্জেন্টিনার ক্লাব নিউয়েলসে খেলতে পারি।
×