ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে ইরান ও আরব আমিরাত

প্রকাশিত: ০৬:০৪, ১৬ জানুয়ারি ২০১৫

কোয়ার্টার ফাইনালে ইরান ও আরব আমিরাত

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইরান এবং সৌদি আরব। বৃহস্পতিবার ‘সি’ গ্রুপের ম্যাচে ইরান ১-০ গোলে পরাজিত করে কাতারকে। আর অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ২-১ গোলে হারায় বাহরাইনকে। বাহরাইনের বিপক্ষে ম্যাচেই অসামান্য এক কীর্তি গড়েন সংযুক্ত আরব আমিরাতের স্ট্রাইকার আলী মাবখৌট। এদিন ম্যাচের ১৪ সেকেন্ডেই দুর্দান্ত এক গোল করেন তিনি। যা এশিয়া কাপের ইতিহাসেরই সবচেয়ে দ্রুততম গোল। এশিয়া কাপের ইতিহাসে আগের দ্রুততম গোলটি ছিল ১ মিনিটের। ১৯৯২ সালে চীনের ঝেই উঝিন এবং ১৯৭৬ সালে কুয়েতের ফ্যাটহি কামেইল। দুটি গোলই এসেছিল ১ মিনিটে। আর বৃহস্পতিবার আয়োজক কর্তৃপক্ষ নিশ্চিত করে যে আগের গোলের রেকর্ডকে ছাড়িয়ে এখন দ্রুততম গোলের মালিক সংযুক্ত আরব আমিরাতের আলী মাবখৌট। এবারের আসরে দুর্দান্ত খেলছেন মাবখৌট। বাহরাইনের বিপক্ষে এটি ছিল তার তৃতীয় গোল। এর আগে রবিবার নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৪-১ গোলে হারিয়েছিল আরব আমিরাত। সেই ম্যাচে একাই দুই গোল করেন তিনি। এশিয়া কাপের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড গড়ে দারুণ আনন্দিত আলী মাবখৌট। এ বিষয়ে তিনি বলেন, ‘এমন এক রেকর্ড গড়তে পেরে আমি খুবই আনন্দিত।’ সংযুক্ত আরব আমিরাতের মিডফিল্ডার উইজার্ড রহমান। যার আদর্শ হলো জিনেদিন জিদান। উইজার্ড রহমান বৃহস্পতিবার মাবখৌটের করা গোলটি খুব কাছে থেকেই উপভোগ করেছেন। ম্যাচ শেষে তিনিও এমন গোলের জন্য সতীর্থকে প্রশংসায় ভাসিয়েছেন। শুধু তাই নয়। রহমান জানিয়েছেন মাবখৌটকে সহায়তা করার জন্য আরও কঠোর অনুশীলন করবেন। এর আগে এএফসি এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে চীন, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া। বুধবার উজবেকিস্তানকে হারিয়ে প্রায় এক দশকেরও বেশি সময় পর টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করে চীন।
×