ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাড্ডা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ০৭:২০, ১৬ জানুয়ারি ২০১৫

বাড্ডা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডা থেকে ৪০ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার গভীর রাতে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন, পাভেল চৌধুরী (৩৫), ফারহান আব্দুল্লাহ ওরফে ফালান (৩৩), হৃদয় সরকার আশিক (২৫) ও মোঃ বাহার (৪৫)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, ডিবির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল বাড্ডার মেরুল মৎস্য আড়তের বিপরীত দিক থেকে তাদের গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তিনি আরও জানান, তাদের আরেক সহযোগী সুমন (৩২) এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। মাসুদুর রহমান জানান, বুধবার ডিবির দলটি গোপন সূত্রে জানতে পারে যে, কয়েক মাদক ব্যবসায়ী মেরুন রঙের একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ-৩৫-৬১৫৪) প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট সায়েদাবাদ থেকে বাড্ডায় নিয়ে আসছে। ডিবির দলটি মেরুল মৎস্য আড়তের বিপরীতে অবস্থান নেয়। রাস্তায় মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড তৈরি করে। প্রাইভেটকারটি এলে তাতে তল্লাশি করা হয়। এ সময় সামনের দুই সিটের মাঝের স্থান থেকে একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটগুলো সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে বলেও জানান তিনি।
×