ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উদীচীর সত্যেন রণেশ সূর্যসেন স্মরণানুষ্ঠান

প্রকাশিত: ০৬:৪৯, ১৭ জানুয়ারি ২০১৫

উদীচীর সত্যেন রণেশ সূর্যসেন স্মরণানুষ্ঠান

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত এবং অগ্নিযুগের বিপ্লবী মাস্টারদা সূর্যং সেনকে স্মরণ করল উদীচী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে দলীয় সঙ্গীত পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। এরপর উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে শুরু হয় স্মরণানুষ্ঠান। এতে রণেশ দাশগুপ্তের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সাংবাদিক কলামিস্ট দীপংকর গৌতম, ব্রিটিশবিরোধী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা এবং তাঁর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা, শিল্পী-সংগ্রামী-কৃষক নেতা সত্যেন সেনের জীবনাদর্শ, সাহিত্যকর্ম এবং রাজনৈতিক মতাদর্শ বিষয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান। এছাড়াও সভায় আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার। স্মরণসভা সঞ্চালনা করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান। প্রসঙ্গত, ১৯৮১ সালের ৫ জানুয়ারি মৃত্যুবরণ করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সত্যেন সেন। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি মাস্টারদা সূর্য সেনকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করে ব্রিটিশ শাসকরা। আর, ১৯১২ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা রণেশ দাশগুপ্ত।
×