ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিসাব বিজ্ঞান

এস এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৭:৩৩, ১৭ জানুয়ারি ২০১৫

এস এস সি পরীক্ষার পড়াশোনা

বহু নির্বাচনী প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আজ হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ লেনদেন অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভাল ফলাফলের জন্য পুরো অধ্যায়টি মনোযোগ দিয়ে পড়বে। ১। লেনদেন বলতে কী বোঝায়? ক) দেনা পাওনা খ) একটি হিসাব গ) পণ্য হিসাব ঘ) অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা ২। লেনদেন শব্দটির আভিধানিক অর্থ কী? ক) দেনা-পাওনা খ) দেওয়া- নেওয়া গ) আদান-প্রদান ঘ) গ্রহণ-বর্জন ৩। হিসাবের উৎস ক) লেনদেন খ) ঘটনা গ) জাবেদা ঘ) রেওয়ামিল ৪।অ+খ+ঊ সমীকরণটির ঊ উপাদানটি কি নির্দেশ করে? ক) সম্পদ খ) মালিকানা স্বত্ব গ) দায় ঘ) মুনাফা ৫। ‘ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন’ এ লেনদেন দ্বারা হিসাব সমীকরণে র) অদান হ্রাস পাবে রর) খ উপাদান হ্রাস পাবে ররর) ঊ উপাদান হ্রাস পাবে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) র ও ররর ৬। ঊাবহঃ কী? ক) খেলনা খ) ঘটনা গ) লেনদেন ঘ) রকমারী দফা ৭। আগুনে ২.০০০ টাকার পণ্য পুড়ে গেল। এটাকে লেনদেন বলা হয় কেন? ক) এর দুটি পক্ষ আছে খ) এটি স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র গ) এটি দৃশ্যমান ঘ) এটি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ৮। দুটি পক্ষ ব্যতীত লেনদেন হয় না। “লেনদেনের এই বৈশিষ্ট্যকে কী বলে/ ক) দাতা- গ্রহীতা খ) স্বয়ংসম্পূর্ণতা গ) পরিপূর্ণতা ঘ) দ্বৈতসত্তা ৯।অ =খ+(ঈ+জ-ঊ-উ) সমীকরণে “জ” বলতে কোনটি বোঝায়? ক) জবঃঁৎহ খ) জবাবহঁব গ) জধঃব ড়ভ ওহাবংঃসবহঃ ঘ) জড়ুধষঃু ১০। অতনু বাবলুকে ৫.০০০ টাকা দিল। এখানে র) অতনু সুবিধা প্রদান করে রর) বাবলু সুবিধা গ্রহণ করে ররর) আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে নিচের কোনটি সঠিক? ক) র খ) ররর গ) র ও রর ঘ) র, রর ও ররর ১১। দীর্ঘদিন সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস পায় তার ফলে কিসের সৃষ্টি হয়? ক) শুধু ঘটনা খ) দৃশ্যমান লেনদেন গ) অদৃশ্যমান লেনদেন ঘ) আর্থির লেনদেন ১২। পণ্যের সাথে কোনটি সরবরাহ করা হয়? ক) চালান খ) ক্যাশ মেমো গ) ডেবিট ভাউচার ঘ) ক্রেডিট ভাউচার ১৩। মোট সম্পদ অপরিবর্তিত থাকবে যখন র) দেনাদারের নিকট থেকে বিলে স্বীকৃতি পাওয়া যাবে র) দেনাদারের আসবাব পত্র বিক্রয় করা হবে ররর) নগদে যন্ত্রপাতি ক্রয় করা হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও : জনাব রাফি আহমেদ ২০১২ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ১.০০.০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। ৩০ জনু তারিখে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ : র) ব্যক্তিগত প্রয়োজনে ২.০০০ টাকার পণ্য উত্তোলন রর) মালিকের জীবন বীমার প্রিমিয়াম প্রদান ৩.০০০ টাকা ররর) ব্যবসায়ের মূলধন বিনিয়োগ ৫০.০০০ টাকা রা) অতিরিক্ত মূলধন বিনিয়োগ ৫০.০০০ টাকা
×