ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক দলগুলোকে সহিংসতা বন্ধের আহ্বান জানাল জাতিসংঘ

প্রকাশিত: ০৭:৩৭, ১৭ জানুয়ারি ২০১৫

রাজনৈতিক দলগুলোকে সহিংসতা বন্ধের আহ্বান জানাল জাতিসংঘ

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সারাদেশে অব্যাহত রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুক্রবার জাতিসংঘ মানবাধিকার কমিশন এই বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে তাদের বিরোধ মেটাত ব্যর্থ হওয়ার পর যেভাবে সহিংসতা বাড়ছে, তা খুবই উদ্বেগজনক। বিবৃতিতে সব রাজনৈতিক দলের প্রতি সংযম প্রদর্শন এবং অবিলম্বে সহিংসতা বন্ধেরও আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন বিশেষ করে যেভাবে নির্বিচারে গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে। মঙ্গলবার একটি গাড়িতে এরকম হামলায় এক শিশুসহ চারজন পুড়ে মারা যাওয়া এবং বিএনপির এক উপদেষ্টার গাড়িতে হামলার কথা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের সর্বশেষ এই রাজনৈতিক সংঘাতের সময় যেসব হত্যাকা- হয়েছে, তার সবগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেছে জাতিসংঘ কমিশন। যারাই এসব ঘটনার পেছনে থাক, কর্তৃপক্ষ অবিলম্বে এসবের নিরপেক্ষ এবং কার্যকর তদন্তের উদ্যোগ নেবে বলে মনে করছে জাতিসংঘ।
×