ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের টিকেটের মূল্য নির্ধারণ

প্রকাশিত: ০৭:৫১, ১৭ জানুয়ারি ২০১৫

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের টিকেটের মূল্য নির্ধারণ

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল আসরের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে শুক্রবার। টিকেটের মূল্য রাখা হয়েছে দর্শকদের হাতের নাগালেই। গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকেটের মূল্য রাখা হয়েছে ভিআইপি ৮০ টাকা এবং গ্যালারি ৫০ টাকা। সেমিফাইনাল এবং ফাইনালের টিকেটের মূল্য ১৫০ এবং ১০০ টাকা। বঙ্গবন্ধু গোল্ডকাপের খেলাসমূহ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং সিলেটের জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৩টি গ্রুপ পর্বের খেলা, ১টি সেমিফাইনাল ও ফাইনাল খেলা এবং সিলেট জেলা স্টেডিয়ামে ৩টি গ্রুপ পর্বের খেলা, ১টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আফ্রিকান নেশন্স কাপের পর্দা উঠছে আজ স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকে শুরু হচ্ছে আফ্রিকান নেশন্স কাপ ফুটবল। আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের এই আসরের এবারের আয়োজক ইকুয়েটোরিয়াল গিনি। ৩০তম আসরের উদ্বোধনী ম্যাচে আজ স্বাগতিক গিনির মুখোমুখি হবে কঙ্গো। ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে আসরের বর্তমান রানার্সআপ বারকিনা ফাসো ও গ্যাবন। চারটি গ্রুপে মোট ১৬টি দল এবারের আসরে অংশগ্রহণ করছে। ৮ ফেব্রুয়ারি আসরের চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মরক্কোতে। কিন্তু ইবোলা ভাইরাসের কারণে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল নতুন আয়োজক হিসেবে বেছে নেয় ইকুয়েটোরিয়াল গিনিকে। আফ্রিকান নেশন্স কাপের বর্তমান চ্যাম্পিয়ন নাইজিরিয়া। জুভেন্টাস শেষ আটে স্পোর্টস রিপোর্টার ॥ বিশাল জয়ে ইতালিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে জুভেন্টাস ৬-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে হেলাস ভেরোনাকে। ঘরের মাঠ টুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে স্বাগতিকরা প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায়। আমলার পাঁচ হাজার রান স্পোর্টস রিপোর্টার ॥ অষ্টম দক্ষিণ আফ্রিকান হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রানের ল্যান্ডমার্ক অতিক্রম করেছেন হাশিম আমলা। শুক্রবার ডারবানে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যক্তিগত ৬৬ রানে আউট হওয়ার পথে এ কীর্তি অর্জন করেন প্রোটিয়া তারকা। মাত্র ১০৪ ওয়ানডেতে আমলার মোট রান এখন ৫০১২। ৫৩ গড়ে সেঞ্চুরি ১৭ ও হাফ সেঞ্চুরি ২৬টি। ১১৫৫০ রান নিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে এ তালিকায় সবার ওপরে সাবেক গ্রেট জ্যাক ক্যালিস। রাতে রিপোর্ট লেখার সময় ৩১ ওভারে ৩ উইকেটে টস জিতে ব্যাটিং নেয়া স্বাগতিকদের সংগ্রহ ছিল ১৮৫ রান। ওয়ালটন নড়াইল জেলা ফুটবলের ফাইনাল আজ স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন নড়াইল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় মুখোমুখি হচ্ছে নড়াইল সদর উপজেলা একাদশ বনাম কালিয়া পৌরসভা ফুটবল একাদশ দল। টুর্নামেন্টের সেমিফাইনালে টাইব্রেকারে কালিয়া পৌরসভা ফুটবল একাদশ ৩-২ গোলে হারায় মালিয়া ফুটবল একাদশ দলকে ও ১-০ গোলে লোহাগড়াকে হারায় নড়াইল সদর উপজেলা ফুটবল একাদশ। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে শনিবার বিকেল ৩টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
×