ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৬ মাসেই ভোমরা স্থলবন্দরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন

প্রকাশিত: ০৪:২০, ১৮ জানুয়ারি ২০১৫

৬ মাসেই ভোমরা স্থলবন্দরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজস্ব আহরণে রেকর্ড করেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সাতক্ষীরার সার্বিক পরিবেশ শান্ত থাকায় প্রথম ছয় মাসেই অর্জিত হয়েছে ২০১৪-১৫ অর্থবছরের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা। ব্যবসায়ীরা জানান, বিএনপি আহূত অনির্দিষ্টকালের অবরোধ-হরতালেও তেমন প্রভাব পড়েনি ভোমরা বন্দরে। ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশন সূত্র জানায়, ২০১৪-১৫ অর্থবছরে এনবিআর ভোমরা বন্দর থেকে ১৬৪ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করে। এর মধ্যে অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আহরণের লক্ষ্য ছিল প্রায় ৪৫ কোটি টাকা। কিন্তু প্রথম ছয় মাসে রাজস্ব আহরণ হয়েছে ১৬৪ কোটি ৮৬ লাখ ২১ হাজার ৪৫১ টাকা। এত বেশি রাজস্ব এর আগে কখনও আদায় হয়নি। এর মধ্যে জুলাইয়ে ১২ কোটি ৭ লাখ ৩৬ হাজার ৭৬২ টাকা, আগস্টে ৩১ কোটি ৪৬ লাখ ৩৮ হাজার ১৩৫ টাকা, সেপ্টেম্বরে ৩৩ কোটি ৪৬ লাখ ৩ হাজার ৯৩৩ টাকা, অক্টোবরে ২৪ কোটি ৭০ লাখ টাকা, নবেম্বরে ৩২ কোটি ৩২ লাখ টাকা ও ডিসেম্বরে ৩০ কোটি ৪০ লাখ ৩ হাজার ৯২০ টাকা রাজস্ব আহরণ হয়েছে। সিএ্যান্ডএফ ব্যবসায়ী আবু মুছা বলেন, প্রশাসনের সার্বিক সহযোগিতায় ভোমরা বন্দরে খুবই স্বাভাবিকভাবে আমদানি-রফতানি কার্যক্রম চলছে। কোন বাধা বিঘœ না থাকায় ব্যবসায়ীরা এই বন্দরের দিকে ঝুঁকে পড়ছে। তবে অবরোধ চলায় ট্রাক ড্রাইভাররা একটু বেশি ভাড়া নিচ্ছে বলে জানান তিনি। ভোমরা স্থলবন্দরের সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, টানা অবরোধ চললেও ভোমরা স্থল বন্দরে আমাদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। প্রতিদিন প্রায় তিন থেকে সাড়ে তিন’শ পণ্যবাহী ভারতীয় ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করছে। এর ফলে বন্দরে অনেক সময় দীর্ঘ যানজটও লেগে যায়। ভোমরা বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার তারেক মাহমুদ জানান, সম্প্রতি এ বন্দরে রাজস্ব আদায় অনেক বৃদ্ধি পেয়েছে। বছরের প্রথম ১৫ দিনে রাজস্ব আদায় হয়েছে ২১ কোটি ৪১ লাখ ৭৯ হাজার ৫২৩ টাকা। এ ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে কয়েকগুণ বেশি রাজস্ব আদায় হবে।
×