ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গেট খোলা পেয়ে...

প্রকাশিত: ০৪:২৫, ১৮ জানুয়ারি ২০১৫

গেট খোলা পেয়ে...

ইসরাইলের কেন্দ্রীয় রামাত গ্যান শহরের সাফারি চিড়িয়াখানা থেকে তিনটি স্ত্রী গন্ডার পালিয়ে যায়। এদের নাম রিয়ান্না, কেরেন পেলেস এবং কারনাবেলা। জনপ্রিয় ইসরাইলী এক গায়িকার নামানুসারে কেরেন পেলেস নামটি রাখা হয়। চিড়িয়াখানার মুখপাত্র সাজিত হাওরোইতস বলেন, এক নিরাপত্তা রক্ষী গেট খোলা রেখে ঘুমিয়ে গেলে ওই গন্ডার তিনটি বের হয়ে যায়। গন্ডার তিনটি পার্কিং লটে ঢুকে পড়লে পথচারীরা পুলিশে খবর দেয় এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে আনে। পরে ওই রক্ষীকে বরখাস্ত করা হয়েছে।- বিবিসি। রাগ ভাঙাতে ল্যাভেন্ডার একগোছা ল্যাভেন্ডারের সুবাস নাকে গেলে তরতাজা হয় মন, বাড়ে বিশ্বাস, দৃঢ় হয় সম্পর্ক। সাম্প্রতিক এক সমীক্ষায় একথা জানা যায়। নীলচে ফুলের মিষ্টি গন্ধে সঙ্গীর রাগ তো গলবেই, ‘সরি’ বলে আলিঙ্গনও করবে সঙ্গী নিজেই। সেলারো নামে এক নারী ও তার সঙ্গী সমীক্ষা চালিয়ে দেখেছেন, ল্যাভেন্ডারের ঘ্রাণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে। দু’জনের মধ্যে বিশ্বাস বাড়াতে সাহায্য করে। এ্যারোমাথেরাপি সম্পর্কে মানুষ অনেক সচেতন। আর এ্যারোমাথেরাপিস্টরা প্রমাণও দিয়েছেন কীভাবে বিভিন্ন সুগন্ধি, নির্যাস দিয়ে চিকিৎসা করা যায়। - ওয়েবসাইট।
×