ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ঘরোয়া ফুটবল মৌসুম

প্রকাশিত: ০৬:১১, ১৮ জানুয়ারি ২০১৫

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ঘরোয়া ফুটবল মৌসুম

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন ফুটবল মৌসুম শুরু হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে। আন্তর্জাতিক ফুটবল আসর বঙ্গবন্ধু গোল্ডকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পর ‘ফেডারেশন কাপ’ দিয়েই শুরু হতে যাচ্ছে নতুন মৌসুম। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লীগ কমিটির এক সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘১২ দল নিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মৌসুম-সূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপ শুরু করার সিদ্ধান্ত হয়েছে। পেশাদার লীগের ১১ দল এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের একটি দলকে (উত্তর বারিধারা) নিয়ে অনুষ্ঠিত হবে এবারের ফেডারেশন কাপ। টুর্নামেন্ট হবে তিন সপ্তাহব্যাপী। মার্চের মধ্যে ফেডারেশন কাপ শেষ করা হবে।’ পেশাদার লীগ কবে থেকে শুরু হবে? সালাম মুর্শেদী জানান, ‘পেশাদার লীগ শুরু হবে আগামী ১০ মার্চ থেকে। এখন পর্যন্ত পেশাদার লীগের জন্য আমাদের তিনটি ভেন্যু নিশ্চিত আছে। এগুলো হচ্ছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম এবং চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম। এছাড়া ফরাশগঞ্জ চাঁদপুরে এবং বিজেএমসি নেত্রকোনায় তাদের ভেন্যু করতে চেয়েছে। আমাদের মাঠ কমিটি সব মাঠ পরিদর্শন করেছে। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’ এছাড়া গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ লীগ ৫ দলকে নিয়ে করা হলেও এবার অনুষ্ঠিত হবে ৮ দলকে নিয়ে। চ্যাম্পিয়নশিপ লীগের জন্য সপ্তাহে তিনদিন কমলাপুর স্টেডিয়াম মাঠ ব্যবহারের অনুমতি পেয়েছে বাফুফে।
×