ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৪৮, ১৮ জানুয়ারি ২০১৫

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১। দুধের প্রোটিনকে বলা হয়- ক. ল্যাকটোজ খ. কেজিন গ. গ্লুকোজ ঘ. কোনটিই নয় ২। নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়- ক. উপশিরার মধ্য দিয়ে খ. শিরার মধ্যদিয়ে গ. ধমনির মধ্য দিয়ে ঘ. কোনটিই নয় ৩। চাঁদ হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে- ক. ১.৪৫ সেকেন্ড খ. ১.৩১ সেকেন্ড গ. ২.৩০ সেকেন্ড ঘ. ৩ সেকেন্ড ৪। ‘ম্যালকোলজিতে’ কী নিয়ে আলোচিত হয়- ক. ছত্রাক খ. সরীসৃপ গ. মৌমাছি ঘ. কোনটিই নয় ৫। মাইটোকন্ডিয়ায় প্রোটিনের পরিমাণ- ক. ৮৫ ভাগ খ. ৬৫ ভাগ গ. ৭৩ ভাগ ঘ. ৯০ ভাগ ৬। বৃষ্টিপাত সাধারণত কত প্রকার? ক. ৩ প্রকার খ. ৪ প্রকার গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার ৭। পচা ডিমের গন্ধের জন্য দায়ী গ্যাসÑ ক. ঈড় খ. ঈঐ৪ গ.ঘ২ঙ ঘ.ঐ২ঝ ৮। পাকা আনারসে থাকেÑ ক. ইথাইল অ্যাসিটেট খ. অ্যামাইল অ্যাসিটেট গ. অকটাইল অ্যাসিটেট ঘ. কোনটিই নয় ৯। এক অশ্বক্ষমতাÑ ক. ৫৩৫ ওয়াট খ. ৭৩৫ ওয়াট গ. ৮৩৫ ওয়াট ঘ. ৬৩৫ ওয়াট ১০। এক নিউটনÑ ক. ১০৩ ডাইন খ. ১০৪ ডাইন গ. ১০৫ ডাইন ঘ. ১০৬ ডাইন ১১। ১০ ডেসিবল শব্দ অপেক্ষা ২০ ডেসিবল শব্দ কতগুণ বেশি তীব্র? ক. ১০ গুণ খ. ২০ গুণ গ. ১৫ গুণ ঘ. ৩০ গুণ ১২। একটি স্কেলকে পানিতে ডুবালে বাঁকা দেখায়Ñ ক. প্রতিফলনের কারণে খ. প্রতিসরণের কারণে গ. ব্যাতীচারের কারণে ঘ. বিকিরণের কারণে ১৩। বায়ুম-লে ওজনের পরিমাণÑ ক. .০০১% খ. .০১% গ. .১% ঘ. ২.০১% ১৪। তার যত মোটা হবে, রোধ ততÑ ক. বেশি হবে খ. কম হবে গ. অপরিবর্তিত থাকবে ঘ. কোনটিই নয় ১৫। চার্য নিরপেক্ষ রশ্মি কোনটি? ক. আলফা খ. গামা গ. বিটা ঘ. কোনটিই নয় ১৬। পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করেÑ ক. ১ জানুয়ারি খ. ১ জুন গ. ২ জুলাই ঘ. ১৫ জানুয়ারি ১৭। জিংক ও টিনের মিশ্রণে হয়Ñ ক. ব্রোঞ্জ খ. পিতল গ. তামা ঘ. লোহা ১৮। সূর্যের উত্তাপ নির্ণয়ক যন্ত্র কোনটিÑ ক. পাইরোমিটার খ. গ্যালভানোমিটার গ. ক্রোসকোগ্রাফ ঘ. কোনটিই নয়- ১৯। ‘প্লাস্টিক’ বাণিজ্যিকভাবে কি নামে পরিচিতÑ ক. পলিটেট্রাফ্লোরো ইথেন খ. টেফলন গ. থিনার ঘ. পলিভিনাইল ক্লোরাইড ২০। গ্যামাক্রিন ব্যবহৃত হয়Ñ ক. ফলের পচন রোধে খ. বস্তুর সৌন্দর্য বৃদ্ধিতে গ. কীটপতঙ্গ তাড়ানোর কাজে ঘ. কোনটিই নয় ২১। স্যাকারিন চিনি অপেক্ষা কতগুণ বেশি মিষ্টি? ক. ৩০০ গুণ খ. ৪০০ গুণ গ. ৫০০ গুণ ঘ. ৫৫০ গুণ ২২। অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন হলোÑ ক. সবাত শ্বসন খ. অবাত শ্বসন গ. আংশিক শ্বসন ঘ. কোনটিই নয় ২৩। ধানের ব্লাইট বা পাতাঝরা রোগের জন্য দায়ীÑ ক. ভাইরাস খ. ব্যাকটেরিয়া গ. টুংরো ঘ. কোনটিই নয় ২৪। ম্যাগনেসিয়ামকে পোড়ালে কোন বর্ণের শিখা পাওয়া যায়? ক. উজ্জ্বল হলুদ খ. লাল গ. নীল ঘ. সবুজ উত্তর : ১. খ ২. গ ৩. খ ৪. খ ৫. গ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. গ ২১. ঘ ২২. ক ২৩. খ ২৪. ক
×