ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশিত: ০৬:৫০, ১৮ জানুয়ারি ২০১৫

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

১.ইতিহাস ও অনুসন্ধান এ দুটি ধারণাকে সংযুক্ত করেন কে? ক) হেরোডোটাস খ) টয়েনবি গ) ই.বি.টেইলর ঘ) র‌্যাপসন ২.কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় তখন সমগ্র এশিয়ায় বৌদ্ধ সংস্কৃতির প্রধান প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল? ক) ধর্মপালের খ) গোপালের গ) দেবপালের ঘ) মহীপালের ৩.পুণ্ড্র জনপদ কীভাবে পুণ্ড্রবর্ধনে রুপান্তরিত হয়েছে? ক) সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে খ) জনপদে রাষ্ট্রের দাপট বাড়িয়ে গ) বিভিন্ন ঐতিহাসিক উপাদানের বিস্তার করে ঘ) শিলালিপি ও সাহিত্য গ্রন্থের মাধ্যমে ৪.অন্যান্য জমিদার সহজেই মুঘল সম্রাটের বশ্যতা স্বীকার করেন কেন? ক) মুসা খান আত্মসমর্পণ করেছিলেন খ) ঈশা খান আত্মসমপর্ণ করেছিলেন গ) ইসলাম খান তাঁদের হাতে পরাজিত হয়েছিলেন ঘ) জাহাঙ্গীর তাঁদের বাধ্য করেছিলেন ৫.বিজয় সেন কর্তৃক অনুষ্ঠিত যাগ-যজ্ঞের কথা বলেছেন কে? ক) ফা-হিয়েন খ) ভাস্ক-দা-গাম গ) উৎসিৎ ঘ) কবি উমাপতিধর ৬.কুমিল্লা শহর থেকে বড় কামতার দুরত্ব কত? ক) ১০ মাইল খ) ১১ মাইল গ) ১২ মাইল ঘ) ১৩ মাইল ৭.ইলিয়াসশাহী বংশের পতন ঘটে কীভাবে? ক) ফতেহ শাহের হত্যার মাধ্যমে খ) বরবক শাহকে ক্ষমতাচ্যূত করার মাধ্যমে গ) সিকান্দার শাহকে অপসারণের মাধ্যমে ঘ) বরবক শাহের ষড়যন্ত্রের মাধ্যমে ৮.‘সমাজের জীবনই ইতিহাস।’ -উক্তিটি কার? ক) কলহনের খ) জনসনের গ) টয়েনবির ঘ) হেরোডটাসের ৯.বখতিয়ারের ভাগবত ও ভিউলি পরগণার জায়গির দেওয়া হয়। কারণ- র. বুদ্ধিমত্তার জন্য রর. সাহসের জন্য ররর. রণকৌশলের জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১০.বর্ম রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ক) ব্রজ বর্মা খ) জাত বর্মা গ) রাজেন্দ্র বর্মা ঘ) কান্ত বর্মা ১১.বাংলার প্রাচীন ধর্মশাস্ত্র মহাপাতক বলে গণ্য করা হয়েছে- র. ব্রক্ষ্ম হত্যা রর. সুরা পান ররর. পরদ্বার গমন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১২.‘শ্রীকৃষ্ণ বিজয়’ গ্রন্থটি একজন শ্রেষ্ঠ শাসকের শাসনামলে রচনা করেন মালাধর বসু। সালাম কোন শাসকের কথা জানতে পারে? ক) শাসসুদ্দিন ইলিয়াস শাহ খ) রুকনউদ্দিন বরবক শাহ গ) নাসির উদ্দিন মাহমুদ শাহ ঘ) সাইফুদ্দিন ফিরোজ শাহ ১৩.বখতিয়ার খলজির পর মুসলমান শাসন বাংলায় কত বছর স্থায়ী ছিল? ক) প্রায় পাঁচ শ বছর খ) প্রায় সাড়ে পাঁচ শ বছর গ) প্রায় ছয় শ বছর ঘ) প্রায় সাতশ বছর ১৪.পুণ্ড্র জাতির কথা উল্লেখ আছে- র. অর্থশাস্ত্রে রর. বৈদিক সাহিত্যে ররর. মহাভারতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৫.ইলিয়াস শাহ সোনারগাঁও অধিকার করেন কত সালে? ক) ১৩৫১ খ) ১৩৫২ গ) ১৩৫৩ ঘ) ১৩৫৪ ১৬.মানুষ যখন গুহাবাসী ছিল তখন তার অবস্থান কোথায় ছিল? ক) সভ্যতার সর্বনিম্ন স্তরে খ) সভ্যতার মধ্যম স্তরে গ) সভ্যতাপূর্ব স্তরে ঘ) সভ্যতার উচ্চ স্তরে ১৭.বখতিয়ার খলজি গজনীতে আসেন কেন? ক) যুদ্ধ করতে খ) জ্ঞানার্জন করতে গ) ধর্মপ্রচার করতে ঘ) জীবিকার সন্ধানে ১৮.বর্তমান সময়ে একজন রাষ্ট্রপ্রধান তার প্রতিপত্তি বৃদ্ধির জন্য অপর রাষ্ট্রপ্রধান পরিবারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঠিক তেমনি শশাংকের সময়ে নিজ শক্তি বৃদ্ধির জন্য কোন রাজা অপর রাজ্যের রাজকন্যাকে বিবাহ করেন? ক) রাজ্যবর্ধন খ) গ্রহবর্মণ গ) প্রভাকরবর্ধন ঘ) দেবগুপ্ত ১৯.পাল আমলে রাজার অনুপস্থিতিতে শাসন পরিচালনা করতেন কে? ক) অঙ্গরক্ষক খ) মহামান্ধিবিগ্রহিক গ) দূত ঘ) রাজস্থানীয় ২০.নদীপথে বাণিজ্য প্রসার লাভ করেছিল, কারণ- র. যাতায়াত সহজতর ছিল রর. খরচ কম হতো ররর. বাংলাদেশ নদীমাতৃক দেশ নিচের কোনটি সঠিক?
×