ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীপুরে ৩০ ফুট মাটির নিচে কূপের গর্তে চাপা পড়েছে শ্রমিক

প্রকাশিত: ০৭:০২, ১৮ জানুয়ারি ২০১৫

শ্রীপুরে ৩০ ফুট মাটির নিচে কূপের গর্তে চাপা পড়েছে শ্রমিক

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৭ জানুয়ারি ॥ শ্রীপুরের মাওনাবাজার এলাকায় টিউবওয়েলের পাইপ তুলতে গিয়ে শনিবার বিকেলে প্রায় ৩০ ফুট কূপে মাটির নিচে চাপা পড়েছে সাইদুর (২৮) নামে এক শ্রমিক। তার বাড়ি জামালপুরে। শনিবার রাত আটটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশারুফ হোসেন জানান, শনিবার মাওনাবাজার এলাকায় তিন মাটিকাটা শ্রমিক একটি টিউবওয়েলের পাইপ উঠানোর জন্য পাইপের পাশ দিয়ে মাটি কেটে কেটে অন্তত ৩০ ফুট গভীর গর্ত করে। এ সময় শ্রমিক সাইদুর ওই গর্তে (কূপ) নেমে মাটি খুঁড়ছিল। আর অন্য শ্রমিকরা বালতি দিয়ে গর্ত থেকে মাটি উপরে তুলছিল। একপর্যায়ে বিকেল চারটার দিকে কূপের পাশের মাটি ভেঙ্গে পড়লে সাইদুর ওই কূপের প্রায় ৩০ ফুট গভীরে মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই গর্তের পাশ দিয়ে আরেকটি গর্ত করে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। রাত আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল। এ সময় পর্যন্ত প্রায় ১৫ ফুটের মতো গর্ত খোঁড়া হয়েছে বলে জানান তিনি।
×