ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফের নবীর কার্টুন প্রকাশ দেশে দেশে বিক্ষোভ, নিহত ৪, গির্জায় অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৭:০২, ১৮ জানুয়ারি ২০১৫

ফের নবীর কার্টুন প্রকাশ দেশে দেশে বিক্ষোভ, নিহত ৪, গির্জায় অগ্নিসংযোগ

জনকণ্ঠ ডেস্ক ॥ ফরাসী ব্যঙ্গ সাময়িকী শার্লি হেবদোতে নতুন করে মহানবীকে (স.) নিয়ে কার্টুন প্রকাশের প্রতিবাদে নাইজারের দ্বিতীয় বৃহত্তম শহর জিন্দারে শুক্রবার প্রতিবাদ মিছিলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে। নাইজার ছাড়াও বিক্ষোভ হয়েছে পাকিস্তান, ইরান, জর্দান, ইয়েমেন, সোমালিয়া, আলজিরিয়া, সুদান ও নাইজারে। খবর এএফপি, বিবিসি, গার্ডিয়ান ও ডেইলি মেইলের। ব্যঙ্গ সাময়িকীর প্রথম পাতায় ওই কার্টুনের পুনর্প্রকাশে মুসলিম দেশগুলোতে বিক্ষোভের ঘটনা ঘটেছে। নাইজারে সংঘটিত বিক্ষোভটি সবচেয়ে সহিংস রূপ নেয়। রাজধানী মিয়ামির প্রধান মসজিদে শুক্রবার জুমার নামাজের পর এক হাজারের বেশি তরুণ একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। সেখান থেকে চারজন মুসলিম ধর্মীয় নেতাকে আটক করা হয়েছে। জিন্দারে প্রতিবাদকারীরা পাথর নিক্ষেপ ও দুটি গির্জায় আগুন ধরিয়ে দিয়েছে। ওই শহরে অবস্থিত ফরাসী সংস্কৃতি কেন্দ্রও আক্রমণের শিকার হয়েছে। মারাদি শহরের গির্জাতে অগ্নিসংযোগ করার খবর এসেছে। ফরাসী দূতাবাস সে দেশে অবস্থানরত ফরাসী নাগরিকদের সতর্কতা অবলম্বন ও ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
×