ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জোটের সদস্যদের বৈঠক লন্ডনে বৃহস্পতিবার

আইএসবিরোধী অভিযান

প্রকাশিত: ০৭:২২, ১৯ জানুয়ারি ২০১৫

আইএসবিরোধী অভিযান

ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে জোটের সদস্যদের বৈঠক আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ বৈঠকের আয়োজন করবেন। খবর এএফপির। একদিনের এ বৈঠকে আরব দেশসহ ২০ টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন। তারা ইসলামী জঙ্গীদের মোকাবেলায় এ পর্যন্ত অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা আইএসের দখলে রয়েছে। ব্রিটিশ এক কর্মকর্তা জানান, লন্ডনের কেন্দ্রস্থলে ল্যাঙ্কাস্টার হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হবে। হ্যামন্ড ডেইলি টেলিগ্রাফ পত্রিকাকে বলেন, আইএসের মোকাবেলায় এ পর্যন্ত আমাদের যৌথ উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করতে এ বৈঠক করা হবে। আইএসের অপর নাম আইএসআইএল। তিনি বলেন, আরব দেশসহ জোটের অংশীদাররা লন্ডনে জড়ো হবেন এবং নেতৃবৃন্দ আইএসকে পরাজিত করতে আরও কি পদক্ষেপ নেয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করবেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশী যোদ্ধাদের মোকাবেলা, আইএসের অর্থায়ন বন্ধ, মানবিক সহায়তা জোরদার এবং আমাদের সমন্বিত সামরিক অভিযান অব্যাহত রাখতে আরও কি করা যেতে পারে তা বিবেচনায় নেয়া হবে।
×