ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশনে বৈপ্লবিক পরিবর্তন

৩৯৩ সার্ভার স্টেশন নির্মাণ কাজ শেষ ॥ ভোগান্তির অবসান

প্রকাশিত: ০৭:২৭, ১৯ জানুয়ারি ২০১৫

৩৯৩ সার্ভার স্টেশন নির্মাণ কাজ শেষ ॥ ভোগান্তির অবসান

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ জাতীয় নির্বাচন কমিশনে বৈপ্লবিক পরিবর্তন আসছে। সেই সঙ্গে সাধারণ ভোটারদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে। বিশেষ করে জাতীয় পরিচয়পত্র পেতে এতদিন যে ভোগান্তির কথা শুনে আসছিলেন তারও অবসান ঘটতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালেহ উদ্দিন। তিনি আরও নিশ্চিত করেছেন এ মাসের শেষ নাগাদ কিংবা ফেব্রুয়ারিতে সার্ভার স্টেশনগুলোর কার্যক্রম শেষ হওয়া মাত্র ভোটাররা খুব সহজেই জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা নিতে পারবেন। জাতীয় পরিচয়পত্র সেবা দেয়ার প্রধান মাধ্যম হচ্ছে সার্ভার স্টেশন। ৪৬৪টি সার্ভার স্টেশনের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার জন্য ৩৫৫ কোটি ৯১ লাখ টাকা ব্যয় করা হয়েছে। সেপ্টেম্বর ১৪ পর্যন্ত ৩০৪ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ৯টি আঞ্চলিক কার্যালয় তথা রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের সার্ভার স্টেশনসহ ৩৯৩টি থানা উপজেলা সার্ভার স্টেশন নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে মাত্র ৭১টি সার্ভার স্টেশনের নির্মাণ কাজ। শীঘ্রই নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হবে। ইতোমধ্যেই সার্ভার স্টেশনসমূহে ভিপিএন সংযোগ দেয়া হবে। এ সংযোগ দেয়া মাত্র মূল তথ্যভা-ারে প্রবেশ করে ভোটারদের তথ্য হালনাগাদ করা যাবে। সার্ভার স্টেশন সংযোগ চালু হওয়ামাত্র উপজেলা থেকেই জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা নেয়াসহ যোগ্য ব্যক্তিরা জেলা-উপজেলা অফিসে গিয়েই ভোটার হতে পারবে।
×