ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে সূচক ও লেনদেন হ্রাস

প্রকাশিত: ০৭:৪১, ১৯ জানুয়ারি ২০১৫

শেয়ারবাজারে সূচক ও লেনদেন হ্রাস

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সবগুলো মূল্যসূচক কমেছে। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। এদিন ডিএসইতে লেনদেন কমেছে ২৪ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। সিএসইতে লেনদেন কমেছে ২৬ দশমিক ৮০ শতাংশ। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ১৮ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৮২৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ১৬৭ পয়েন্ট হয়। দুপুর ১টা ৩২ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে এক হাজার ৮২৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ১৬৬ পয়েন্টে স্থির হয়। ডিএসইতে রবিবার দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৮ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি নেমে আসে ৪ হাজার ৯১৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ পয়েন্টে। আর ১৮ পয়েন্ট কমে ডিএস-৩০ সূচক রয়েছে ১ হাজার ৮২০ পয়েন্টে। এদিন ডিএসইতে ২৫১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন কমেছে ২৪ শতাংশ। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৩১ কোটি ৭ লাখ টাকা। রবিবার ডিএসইতে মোট ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। রবিবার টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষ দশ কোম্পানি হলো- সিভিও পেট্রোকেমিক্যাল, আইডিএলসি, বিবিএস, অগ্নি সিস্টেমস, লাফার্জ সুরমা সিমেন্ট, সাইফ পাওয়ারটেক, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, ফার্মা এইডস এবং জেএমআই সিরিঞ্জ এ্যান্ড মেডিক্যাল ডিভাইস। টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষ দশ কোম্পানি হলো- সিভিও পেট্রোকেমিক্যাল, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, জেএমআই স্প্রিং, আইডিএলসি, ডেসকো, সাইফ পাওয়ার ও বেক্সিমকো। রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১২০ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি নেমে আসে ১৫ হাজার ৮০ পয়েন্টে। এছাড়া সিএসই ৩০ সূচক ৭৬ এবং সিএসইএক্স ৬৩ পয়েন্ট কমেছে। লেনদেনের পরিমাণ কমেছে ৫ কোটি ৯১ লাখ টাকা। এ দিন বাজারে ১৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেন কমেছে ২৬ দশমিক ৮০ শতাংশ। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৫ লাখ টাকা। রবিবার সিএসইতে মোট ২২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৫৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ অলটেক্স, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বেক্সিমকো, সাইফ পাওয়ার টেক, এ্যাপোলো ইস্পাত, ম্যাকসন স্পিনিং, আরএন স্পিনিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
×