ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুখোশের শহর যেন

প্রকাশিত: ০৪:০৫, ২০ জানুয়ারি ২০১৫

মুখোশের শহর যেন

কোন ছদ্মবেশের জন্য নয়, কাউকে ভয় দেখানোর জন্য কিংবা শখের বশেও নয়, পুরো শহরের মানুষকে মুখোশ পরতে হচ্ছে বাধ্য হয়ে, একান্ত বাধ্য হয়ে। অল্প সময়ের জন্য পরতে হচ্ছে ব্যাপারটি তাও নয়। দিন রাত চব্বিশ ঘণ্টাই পরে থাকতে হচ্ছে মুখোশ। কেবল ঘর থেকে বের হলেই শহরের মানুষরা মুখোশ পরছে তা নয়, খাওয়ার সময়, ঘুমের সময়ও মুখোশ পরে থাকতে হচ্ছে তাদের। এ এক বিষম পরিস্থিতি। এমন পরিস্থিতির শিকার জাপানের টোকিও শহর থেকে একশ’ দশ মাইল দক্ষিণের মিয়াকেজিমা শহরের বাসিন্দারা। এখানে তিন হাজারের মতো মানুষ বাস করে। এদের সবাই সর্বক্ষণ গ্যাস মাস্ক পরে থাকে। এই শহরটিতে কয়েকটি আগ্নেয়গিরি আছে। কয়েক দশক পরপরই অগুœ্যৎপাত ঘটে। ২০০০ সালে সর্বশেষ অগ্ন্যুৎপাত ঘটে। সে সময় সব বাসিন্দা অন্য শহরে চলে গিয়েছিল। কিন্তু ২০০৫ সালে অনেকেই নিজ গৃহের টানে আবারও ফিরে আসেন বিধ্বস্ত শহরটিতে। কিন্তু বিষাক্ত সালফার ডাই অক্সাইডের হাত থেকে পরিত্রাণ পেতে সর্বক্ষণই গ্যাস মাস্কের সাহায্য নিতে হচ্ছে। শহরটির বর্তমান অবস্থা মনে করিয়ে দিচ্ছে পম্পেই নগরীর কথা। মুখোশের কারণে যেমন প্রায়শই মা ছেলেকে চিনতে পারছে না, তেমনি ছেলেও মাকে চিনতে পারছে না। উইয়ার্ডএশিয়া অবলম্বনে আরিফুর সবুজ
×