ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একাধিক চলচ্চিত্রে রেবেকা

প্রকাশিত: ০৪:০৭, ২০ জানুয়ারি ২০১৫

একাধিক চলচ্চিত্রে রেবেকা

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ে বিভিন্ন চলচ্চিত্রে মায়ের চরিত্রে যাঁরা অভিনয়ে ব্যস্ত রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম রেবেকা। এই মুহূর্তে তিনি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। রেবেকা অভিনয় করছেন সাফি উদ্দিন সাফির ‘ব্ল্যাকমানি’, হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রির যাত্রী’, শামীম আহমেদ রনির ‘মেন্টাল’, শফিক হাসানের ‘ধূমকেতু’ ও বিদ্যুতের ‘ষোল আনা প্রেম’। প্রতিটি চলচ্চিত্রেই তিনি মায়ের চরিত্রে অভিনয় করছেন। রেবেকা বলেন, চলচ্চিত্রে আমার আজকের এই অবস্থান নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট। আমি প্রয়াত শিবলী সাদিক ভাইয়ের কথা বিশেষভাবে বলতে চাই। কারণ তিনিই আমাকে মূলত সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে। চলচ্চিত্রে কাজ করেই আমি আজকের রেবেকা হতে পেরেছি। এটা আমার জন্য কত সৌভাগ্যের বিষয় যে আমি বলে বোঝাতে পারব না। চলচ্চিত্রকে, চলচ্চিত্র পরিবারের মানুষদের আমি ভীষণ ভালবাসি। সেই সঙ্গে আমার ভক্ত-দর্শকের কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি। ১৯৮৫ সালে ইবনে মিজান পরিচালিত ‘রাজবধূ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে পুরান ঢাকার মেয়ে রেবেকার চলচ্চিত্রে পদচারণা। নায়িকা হিসেবে তিনি প্রথম অভিনয় করেন শিবলী সাদিক পরিচালিত ‘অর্জন’ চলচ্চিত্রে। এরপর তিনি আজমল হুদা মিঠুর ‘চোর ডাকাত পুলিশ’, শিবলী সাদিকের ‘মা মাটি দেশ’, নাদিম মাহমুদের ‘আন্দোলন’, ফিরোজ আল মামুনের ‘কমলার বনবাস’সহ আরও কিছু চলচ্চিত্রে অভিনয় করেন।
×