ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইনজুরিতে তাইজুল

প্রকাশিত: ০৪:১২, ২০ জানুয়ারি ২০১৫

ইনজুরিতে তাইজুল

স্পোর্টস রিপোর্টার ॥ তীব্র শীত উপেক্ষা করেই অনুশীলন অব্যাহত রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সোমবারও। দুপুর থেকে শুরু হওয়া স্কিল ট্রেনিংয়ে শেষ বিকেলে ব্যাট হাতে নামাটাই যেন কাল হলো তরুণ উদীয়মান স্পিনার তাইজুল ইসলামের। বাঁ হাতের আঙ্গুলে ব্যথা পেয়েছেন এ তরুণ। এরপরই শঙ্কা তৈরি হয় মাঠে উপস্থিত সবার মনে। সঙ্গে তিনি নিজেই ‘আঘাত বেশি নয়, কালই অনুশীলনে নামব’ এসব বললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডাঃ দেবাশিষ চৌধুরীর কাছে ছুটে গেছেন সবাই। তবে তিনি আশ্বস্ত করেছেন তেমন মারাত্মক কিছু নয়। সেইসঙ্গে স্ক্যান করানোর পর সম্পূর্ণ পরিস্থিতি পরিষ্কার করে বলা যাবে বলে জানান তিনি। সোমবার ব্যাটিং করার সময় বাঁ-হাতের আঙ্গুলে ব্যথা পাওয়ার পর তাইজুল বলেন, ‘ব্যাটিং করার সময় আঙ্গুলে বল লেগেছে। ঠা-া বেশি থাকায় বেশ ব্যথা অনুভব করছি। তবে আঘাত ততটা গুরুতর নয়। আমি আগামীকালই অনুশীলনে নামতে পারব।’ আঘাত গুরুতর না হলেও বাঁ-হাতে ব্যান্ডেজ বাঁধা হয়েছে তাইজুলের। এই বিষয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ বলেন, ‘এখনই পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। স্ক্যান করার পর বুঝা যাবে আসলে কি ঘটেছে।’ তবে আপাতত মনে হচ্ছে তাইজুলের বিষয়ে দুশ্চিন্তার কিছু নেই।’
×