ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্রামে তামিম ইকবাল

প্রকাশিত: ০৪:১৩, ২০ জানুয়ারি ২০১৫

বিশ্রামে তামিম ইকবাল

স্পোর্টস রিপোর্টার ॥ অনুশীলনে কঠোর শ্রম দেয়া থেমে নেই। তীব্র শীত, কুয়াশায় মোড়ানো সকাল আর ভেজা মাঠ, সঙ্গে শীতল হাওয়া। কোনকিছুই থেমে রাখতে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। গত ১২ জানুয়ারি থেকে শুরু হওয়ার তিন দিন পরই অবশ্য দু’দিন পুরোপুরি বিশ্রাম পেয়েছিলেন মাশরাফি বিন মর্তুজারা। তবে আবারও শনিবার থেকে অনুশীলন শুরু হয় আরও দীর্ঘ কলেবরে। গত দু’দিন পুরোটা দিনই অনুশীলন করে আবার সন্ধ্যায় তা অব্যাহত থেকেছে। সোমবার বৈরী আবহাওয়াটাও আটকে রাখতে পারেনি। হিম ঠা-ার মধ্যেই সকালে মাঠে এসেছেন ক্রিকেটাররা। দিনভর কয়েক সেশনে চলেছে অনুশীলন। যদিও সকালটা জিমনেসিয়াম আর ইনডোরেই কাটিয়েছেন সবাই। তবে দুপুর থেকে স্কিল ট্রেনিংয়ের জন্য মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেটে ব্যাটিং-বোলিং করেছেন ক্রিকেটাররা। শুধু অনুপস্থিত ছিলেন ওপেনার তামিম ইকবাল। দু’দিন নেটে ব্যাট হাতে কিছুক্ষণ অনুশীলন করলেও এদিন তাঁকে বিশ্রাম দেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর মাত্র তিন দিন অনুশীলন করবে বাংলাদেশ দল। ২২ জানুয়ারি পর্যন্ত অনুশীলন চলার পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। ২৪ জানুয়ারি ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ক্রিকেটারদের। এ কারণে শেষ মুহূর্তে আরও কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। দুপুরে ব্যাটিং-বোলিংয়ের প্রথম সেশনে মুমিনুল হক এবং সাব্বির রহমান ভিন্ন ভিন্ন নেটে ব্যাটিং করেছেন। বোলিং করেছেন আল আমিনরা। এরপর দীর্ঘক্ষণ ফিল্ডিং অনুশীলন করানো হয়েছে কোচ রিচার্ড হ্যালসেলের অধীনে। বিকেল ৪টায় ফ্লাডলাইটের আলোয় হয়েছে ব্যাটিং-বোলিং। এনামুল হক বিজয় ও সৌম্য সরকারের পর মুশফিকুর রহীম ব্যাট চালিয়েছেন আর মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেনরা করেছেন বোলিং। তবে এই পুরোটা দিন তামিম ছিলেন অনুপস্থিত। মেলবোর্নে হাঁটুতে অস্ত্রোপচার করানোর পর দেশে ফিরে শনিবার ও রবিবার ইনডোরের নেটে ফ্রন্ট ফুটে কিছুক্ষণ হালকা ব্যাটিং অনুশীলন করেছিলেন তামিম। শনিবার ও রবিবার কিছু সময় ইনডোরে নক করেছেন তামিম। তবে পুরোপুরি নেটে ব্যাটিং করবেন ২৩ জানুয়ারি থেকে। তবে বিশেষ ব্যবস্থায় তাঁর ব্যাটিং অনুশীলন করান হবে ততদিনে মাশরাফিদের অনুশীলন শেষ হয়ে যাবে। পরদিনই রাত ৯টায় বিমানযোগে বিসব্রেনেরে উদ্দেশে রওনা দেবেন তিনি। দ্রুত সুস্থ হওয়ার জন্য ৩টি ইঞ্জেকশনের যে কোর্স তার মধ্যে দ্বিতীয়টি নিয়েছেন তামিম গত মঙ্গলবার। শেষটি নিতে হবে ২৭ জানুয়ারি। এর আগেই অসি শৈল্যবিদ ডেভিড ইয়াং তাঁকে আরেকবার পরখ করবেন ২৬ জানুয়ারি। সে কারণে দলের সঙ্গে না গিয়ে পরে একা যাবেন তামিম। এজন্য সোমবার তাঁকে বিশ্রাম দেয়া হয় বলে জানায় বিসিবি সূত্র।
×