ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃষি ব্যাংকে ৩ ডিএমডির যোগদান

প্রকাশিত: ০৩:০০, ২১ জানুয়ারি ২০১৫

কৃষি ব্যাংকে ৩ ডিএমডির যোগদান

আরিফুর রহমান সম্প্রতি উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেছেন। তিনি রূপালী ব্যাংকে এজিএম হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮০ সালে রূপালী ব্যাংকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ড. জালাল উদ্দিন সম্প্রতি উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেছেন। তিনি একই ব্যাংকে জিএম হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮২ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। গান্ধী কুমার রায় সম্প্রতি উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেছেন। তিনি কর্মসংস্থান ব্যাংকে জিএম হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৩ সালে রূপালী ব্যাংকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। -বিজ্ঞপ্তি সোনালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জালালউদ্দিন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেয়ে সম্প্রতি সোনালী ব্যাংক লিমিটেডে যোগদান করেন। তিনি অগ্রণী ব্যাংকে ৩২ বছর কর্মরত ছিলেন। তিনি অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। বিজ্ঞপ্তি রূপালী ব্যাংকের ডিএমডি দেবাশীষ চক্রবর্তী রূপালী ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পদোন্নতি দিয়ে রূপালী ব্যাংকেই পদায়ন করা হয়েছে। এর আগে তিনি একই ব্যাংকের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। ১৯৮৯ সালে মাইডাসে যোগদান করেন। ১৯৯৫ সালে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে সহকারী মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি
×