ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুবির সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

প্রকাশিত: ০৩:১৪, ২১ জানুয়ারি ২০১৫

খুবির সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পঞ্চম সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময়সীমা ২০ জানুয়ারি থেকে বৃদ্ধি করে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। খুবির সমাবর্তন সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৪ মার্চ বুধবার এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। ২০১০ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত চতুর্থ সমাবর্তনে যে সকল ডিসিপ্লিনের গ্র্যাজুয়েটগণ অংশগ্রহণ করতে পারেননি তারাসহ ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্নাতক/স্নাতক (সম্মান), স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ও স্নাতকোত্তর ডিপ্লোমাধারীগণ পঞ্চম সমাবর্তনে রেজিস্ট্রেশন করতে পারবেন। জয়পুরহাটে অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২০ জানুয়ারি ॥ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও আলামীন হত্যার আসামি সন্ত্রাসী টোটন ওরফে কিনাকে (২৮) জয়পুরহাট সদর থানা পুলিশ শাটারগানসহ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টোটনকে জয়পুরহাট শহরের টেঘরবিষা গ্রাম থেকে সোমবার রাতে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। কলাপাড়ায় সন্ত্রাসী টুকু শিকদার গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২০ জানুয়ারি ॥ কলাপাড়ার শীর্ষ সন্ত্রাসী ও জুয়াড়ি টুকু শিকদারকে (৩৫) পুলিশ মৎস্যবন্দর আলীপুর থেকে গ্রেফতার করেছে। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। টুকুর বিরুদ্ধে নারী নির্যাতন, চাঁদাবাজি, খুন-জখমের চেষ্টাসহ অন্তত চারটি মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। টুকুর গ্রেফতারে আলীপুরের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। শিক্ষা মেলা নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২০ জানুয়ারি ॥ জেলায় শেষ হলো দু’দিনব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৫ উপলক্ষে আয়োজিত শিক্ষা মেলা। ‘শিক্ষিত মা এক সুরভিত ফুল-প্রতিটি ঘরে হবে একটি ফুল’- এমন সেøাগান নিয়ে হবিগঞ্জ প্রাইমারী ইনস্টিটিউট প্রাঙ্গণে রবিবার শুরু হয়েছিল জাঁকজমকপূর্ণ এই মেলা। এই মেলায় শিক্ষক-শিক্ষার্থী ও কোমলমতি শিশুসহ ব্যাপক দর্শক সমাগম ঘটে। এতে অংশ নেন লাখাই, নবীগঞ্জ, বানিয়াচঙ্গ ও সদরসহ বিভিন্ন উপজেলার প্রাইমারী স্কুলের শিক্ষকরা। পিঠা উৎসব নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২০ জানুয়ারি ॥ কচুয়া উপজেলার রহিমানগরে মঙ্গলবার ১০ দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব শুরু হয়েছে। উপজেলার ঝিলমিল সাংস্কৃতিক সংঘ শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ মাঠে পঞ্চম পিঠা উৎসবের আয়োজন করে। এ উৎসবে উপজেলাও বিভিন্ন অঞ্চলের পাটিশাফটা, ডালের পিঠা, ডিমের গোলাপ, নারকেল পিঠা, ডিম কেক পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠাসহ শতাধিক পিঠা ও রকমারি পু্যরে স্টল স্থান পেয়েছে।
×