ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অণুবীক্ষণ যন্ত্রের চেয়েও তীক্ষ চোখ!

প্রকাশিত: ০৩:৪৯, ২১ জানুয়ারি ২০১৫

অণুবীক্ষণ যন্ত্রের চেয়েও তীক্ষ চোখ!

সাদা চোখে নির্মল প্রকৃতি দেখে আমরা কতই না মুগ্ধ হই। সেই প্রকৃতির আরও খুঁটিনাটি যদি সহজেই চোখে পড়ে, তবে নিশ্চয়ই আরও ভাল লাগবে। এমনকি চোখ যদি হয় অণুবীক্ষণ যন্ত্রের চেয়েও ক্ষমতাসম্পন্ন তাহলে? হ্যাঁ, প্রযুক্তির এই যুগে সবই সম্ভব। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি সেই ব্যবস্থাটি করে ফেলেছে। ইনোভেগা নামের প্রতিষ্ঠানটি এমন এক ধরনের কন্টাক্ট লেন্স তৈরি করেছে, যা সাধারণ দৃশ্যগুলো আরও সূক্ষ্মভাবে আমাদের সামনে তুলে ধরবে অণুবীক্ষণ যন্ত্রের মতোই। এসব সুবিধার পাশাপাশি লেন্স ব্যবহারকারীর চোখের সৌন্দর্যও বাড়বে। কারণ, সাধারণ কন্টাক্ট লেন্সের মতোই নতুন উদ্ভাবিত এ লেন্সগুলো চোখের মণির রং পাল্টাতে কাজে লাগানো যাবে। নির্মাতারা এর নাম দিয়েছেন আইঅপটিক। উদাহরণ হিসেবে নির্মাতারা জানান, এই কন্টাক্ট লেন্স চোখে লাগিয়ে কেউ যদি চোখের সামনে আঙ্গুল তুলে ধরে, তবে আঙ্গুলের রেখাগুলো (ফিঙ্গারপ্রিন্ট) স্পষ্টভাবে দেখা যাবে। এ লেন্স চোখে লাগালে আশপাশের বেশ খানিকটা দৃশ্য আরও খুঁটিনাটিসহ দৃষ্টিতে ধরা দেবে। ডিজিটাল তথ্য যেমন- চালকের জন্য তৈরি করার নির্দেশনা এবং ভিডিও কলও দেখা যাবে এই লেন্স চোখে দিয়ে। পপুলার সায়েন্স অবলম্বনে ইব্রাহিম নোমান
×