ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতির সাক্ষাত

মামলার দ্রুত নিস্পত্তি জনগণের ন্যায়বিচার পেতে সহায়ক হতে পারে ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৭:৪৬, ২১ জানুয়ারি ২০১৫

মামলার দ্রুত নিস্পত্তি জনগণের ন্যায়বিচার পেতে সহায়ক হতে পারে ॥ রাষ্ট্রপতি

মামলাজট নিরসনে মামলাসমূহের দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ মঙ্গলবার বলেছেন, মামলার দ্রুত নিষ্পত্তি জনগণের ন্যায় বিচার পেতে সহায়ক হতে পারে। নবনিযুক্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি একথা বলেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে একথা জানান। বৈঠককালে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে বিচার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি রাষ্ট্রপতিকে জানান, মামলা জট নিরসনে তিনি পদক্ষেপ নিচ্ছেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
×