ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবরোধে স্থবির দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য

প্রকাশিত: ০৩:৩৮, ২২ জানুয়ারি ২০১৫

অবরোধে স্থবির দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ লাগাতার অবরোধের সঙ্গে হরতালের কারণে স্থবির হয়ে পড়েছে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের ব্যবসাবাণিজ্য। অবরোধ-হরতালে গাড়ি ভাংচুর, পেট্রোলবোমা নিক্ষেপ করে প্রাণহানির ঘটনাসহ নানা আতঙ্কে যানবাহনের মালিকেরা সড়ক মহাসড়কে গাড়ি নামাতে ভয় পাচ্ছেন। আর যারা নামাচ্ছেন তারা ভাড়া দ্বিগুণ নিচ্ছেন। ফলে ব্যবসায়ীদেরও দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। বুধবার বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে। ব্যবসায়ীরা জানান, ঢাকা-চট্টগ্রাম, বেনাপোল-যশোরসহ দেশের অন্যান্য স্থান থেকে আমদানি করা হয় এসব প্রতিষ্ঠানের কাঁচামাল। টানা অবরোধে সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় পণ্য ও কাঁচামাল সরবরাহ অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে। পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সড়কপথে পণ্য আমদানি করলেও দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। প্রয়োজনীয় পণ্য ও কাঁচামাল আমদানি করলেও তা বিক্রি না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় বরিশালের অভ্যন্তরীণ অর্থনীতিতে অনেকটা মন্দাভাব দেখা দিয়েছে। এমনকি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান, শাক-সবজি, ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ব্যবসাও মন্দার মুখে পড়েছে। সুতা উৎপাদনশীল কারখানা সোনারগাঁও টেক্সটাইলস মিলে গত ১০ জানুয়ারি থেকে লে অফ ঘোষণা করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করে বলেন, এ অবস্থা আরও কিছুদিন চললে বরিশালের ব্যবসা ক্ষেত্রে ব্যাপক বিপর্যয় ঘটতে পারে। বরিশালের ব্যবসা প্রতিষ্ঠানকে সচল রাখতে বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে ব্যবসায়ীরা সরকারকে আরও কঠোর হওয়ার অনুরোধ করেন।
×