ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংযোগ সড়কের অভাবে চার কোটি টাকায় নির্মিত দুই সেতু অকেজো

প্রকাশিত: ০৩:৩৯, ২২ জানুয়ারি ২০১৫

সংযোগ সড়কের অভাবে চার কোটি টাকায় নির্মিত দুই সেতু অকেজো

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ সেতুর দুইপাশের জমি অধিগ্রহণ না করে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত লালপুর উপজেলা, লালপুর-নাটোর প্রধান সড়কের খলসেডাঙ্গা নদীর ওপর ভূঁইয়াপাড়া সেতু ও নাটোর-পাবনা মহাসড়কের সঙ্গে সংযোগ সড়কের একই নদীর কদমচিলান এলাকায় নির্মিত দুটি সেতু দেড় বছরেরও বেশি সময় ধরে সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না। যানবাহন চলাচল করছে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে। ফলে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নাটোর সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর-নাটোর প্রধান সড়কের ভূঁইয়াপাড়া খলসেডাঙ্গা নদীর ওপর প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৩৬ দশমিক ৬ মিটার দীর্ঘ সেতুটি দেড় বছরের বেশি সময় আগে ২০১৩ সালের জুন মাসে নির্মাণ কাজ শেষ হয়েছে। এদিকে একপাশে সংযোগ সড়ক থাকায় এবং অন্যদিকে সংযোগ সড়ক না থাকায় যে কোন যানবাহন ভুল করে নতুন সেতুতে উঠে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে নাটোর পাবনা সড়কের কদমচিলানে একই নদীর ওপর কোটি টাকা ব্যয়ে ৪২ দশমিক ৬ মিটার দীর্ঘ সেতুটিও একই সময়ে নির্মাণ কাজ শেষ হলে আজও নির্মিত হয়নি সংযোগ সড়ক।
×